বালুরঘাটে তৈরি হচ্ছে নাট্যচর্চা কেন্দ্র, উদ্যোগ
বালুরঘাটে নাট্যচর্চা কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার বালুরঘাটে গিয়ে গৌতমবাবু এ কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, “বালুরঘাটের দেবীগর্জন, ‘জল’-এর মত নাটক একসময় উত্তরবঙ্গ তো বটেই, কলকাতাতেও মঞ্চস্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। বালুরঘাটেই নাট্যচর্চা কেন্দ্র গড়ে তোলা হবে।” মন্ত্রীর সঙ্গেই ছিলের জেলার আরেক বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, “শীঘ্রই জেলা নাট্য ব্যক্তিত্বদের নিয়ে বৈঠকে বসে রূপরেখা তৈরি করা হবে।” রাজ্য সরকারের এই উদ্যোগের খবরে জেলার নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ও খুশি। এদিন শিলিগুড়ি থেকে বিকাল নাগাদ মন্ত্রী গৌতমবাবু বালুরঘাটে পৌঁছান। সার্কিট হাউসে কিছুক্ষণ থেকেই তিনি বার হন। সঙ্গে ছিলেন মন্ত্রী শঙ্করবাবুও। কৃষি প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে কলেজ ক্যাম্পাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা করে। আপাতত কোচবিহারের পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরে কৃষি বিজ্ঞান এবং উদ্যান পালন পাঠ্যক্রম চালু হবে বলে তিনি জানান।
শুক্রবার বালুরঘাটে ছবিটি তুলেছেন অমিত মোহান্ত।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “বালুরঘাটের মাঝিয়ান কৃষি বিজ্ঞান এবং গবেষণা কেন্দ্রটি প্রায় ১৩০ একর জমিতে রয়েছে। এখানে ৫টি জলাশয় ছাড়াও জঙ্গল রয়েছে। রয়েছে পরিকাঠামোগত সুবিধাও। অথচ ৩৪ বছরে কেন্দ্রটিকে সেভাবে কাজে লাগানো হয়নি। ৩০-৫০ জন পড়ুয়া নিয়ে দুটি কলেজ ক্যাম্পাস চালু করা যায়।” মন্ত্রী এই বিষয়ে সব রকম সহযোগিতার কথা বলতেই কেন্দ্রের অফিসার এবং কর্মীরাও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আমরা অনেক পিছিয়ে আছি। এখনই কাজ শুরু করার দিন। কেন্দ্রের সীমানা পাঁচিল, গবেষকের অভাবের মত বিষয়গুলির দ্রুত সমাধান করব। রাতে সাকির্ট হাউসে থাকছি। কাগজপত্র তৈরি করে চলে আসুন। আমাদের বসে থাকলে চলবে না।” মন্ত্রীর কথায় সম্মতি জানান কেন্দ্রের আধিকারিক নারায়ণ সাউ। এর পরে উন্নয়ন মন্ত্রী মাহিনগর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, তিওড়ে কৃষি বীজ খামার কেন্দ্রটিও ঘুরে দেখেন। স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী শঙ্করবাবু বলেন, “প্রথম পর্যায়ে নাট্যচর্চা কেন্দ্র, কৃষি বিজ্ঞানের উপর ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সুযোগ ও কৃষির উন্নতির পাশাপাশি বিমানবন্দরটি চালুর জন্য গৌতমবাবুকে বলেছি। তিনি তিনটি প্রকল্পই নিয়েই উদ্যোগী হবেন বলে জানিয়েছেন।” আজ, শনিবার সকালে বালুরঘাট বিমানক্ষেত্রটি ঘুরে দেখবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার পরে তিনি রায়গঞ্জে যাবেন।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.