বন্ধ চা বাগানে ক্যাম্প করার ডাক মন্ত্রীর
ন্ধ চা বাগানের অপুষ্টিতে ভোগা শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে চিকিৎসকদের আহ্বান করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার শিলিগুড়িতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নবগঠিত গ্রেটার শিলিগুড়ি শাখা আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মন্ত্রী এ কথা জানান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে সরকারি ভাবে রেশন, ত্রাণ বিলির ব্যবস্থা হচ্ছে। বাগান খোলানোর চেষ্টাও চলছে। পাশাপাশি, চিকিৎসকদের ‘টিম’ নিয়ে চা বাগানে গিয়ে ক্যাম্প করা হবে। দিনভর ক্যাম্প করে রোগ নির্ণয়ের পরে ওষুধ-পথ্য বিলি হবে। রাতেও বাগানে ক্যাম্প করে শ্রমিকদের সমস্যা বুঝতে হবে। সে জন্য চিকিৎসকরাও এগিয়ে আসুন।” মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে চা বাগানে ক্যাম্প করার কথা জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা সকলেই। আইএমএ গ্রেটার শিলিগুড়ি শাখার আহ্বায়ক সঙ্গীতা ভট্টাচার্য বলেছেন, “আমরাও চাই যত শীঘ্রই সম্ভব বন্ধ চা বাগানে ওই ধরনের মেডিক্যাল ক্যাম্প হোক। আমাদের তরফে সবরকম সহযোগিতা করা হবে।” পাশাপাশি, সঙ্গীতা দেবী জানান, তাঁরা অতীতেও একাধিক বাগানে ক্যাম্প করেছেন। তাতে ফলও মিলেছে। আগামী দিনে ‘মেডিক্যাল ক্যাম্প’ করার জন্য ওষুধ-পথ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়ার জন্য সংগঠনের সদস্য-সদস্যাদের উদ্যোগী হওয়ার অনুরোধও করেছেন সঙ্গীতা দেবী।
আইএমএ গ্রেটার শিলিগুড়ির শাখার চিকিৎসা শিবিরে রোগী দেখছেন শিলিগুড়ির
বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। শুক্রবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।
প্রয়াত মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে শিলিগুড়িতে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়। আইএমএ-এর শিলিগুড়ি শাখার পক্ষ থেকে একটি অনুষ্ঠান হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে। সেখানে চিকিৎসা শিবিরের আয়োজন হয়। আইএমএ শিলিগুড়ি শাখার পক্ষে পীযূষ রায়, কে সি মিত্র, পি এন সিংহ, অশোক মুখোপাধ্যায়, ভাস্কর রায়রা জানান, তাঁরাও দুঃস্থ রোগীদের সাহায্যে শীঘ্রই একাধিক ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছেন। পীযূষবাবু জানান, আইএমএ-এর পক্ষ থেকে শিলিগুড়ি লাগোয়া বস্তি এলাকাতেও মেডিক্যাল ক্যাম্প করা হবে। সংগঠন সূত্রের খবর, সম্প্রতি আইএমএ-এর নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ তুলে চিকিৎসকদের একটি গোষ্ঠী বয়কটের ডাক দেয়। নির্বাচন নির্বিঘ্নে হলেও বয়কটকারী চিকিৎসকরা জোট বেঁধে নয়া সংগঠনের সূচনা করেন। শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য পেশায় চিকিৎসক। স্ত্রী সঙ্গীতা দেবী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। চিকিৎসকদের তরফে সঙ্গীতা দেবীকে আহ্বায়ক করে আইএমএ-এর গ্রেটার শিলিগুড়ি শাখার সূচনা হয়। নবগঠিত আইএমএ শাখার সভাপতি হয়েছেন অশোক সেন ও সম্পাদক হয়েছেন নীতিশ দাস। এদিন সকালে শিলিগুড়িতে সরকারি পর্যটক আবাস ‘মৈনাক’-এ আইএমএ-এর গ্রেটার শিলিগুড়ি শাখা ‘ডক্টরস ডে’-র দিনে নতুন সংগঠনের পথ চলার আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে সভাপতি নীতিশবাবু বলেন, “আমাদের সংগঠন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে। অতীতে সংগঠন চালাতে গিয়ে নানা রাজনৈতিক হস্তক্ষেপের জন্য সমস্যায় পড়েছি। তেমন এখানে হবে না।” এসজেডিএ-এর চেয়ারম্যান রুদ্রনাথবাবু জানান, শিলিগুড়ি যে ভাবে বাড়ছে তাতে আইএমএ-এর একাধিক শাখাও জরুরি হয়ে পড়েছিল। তিনি বলেন, “নতুন সংগঠনে দলতন্ত্র নয়, গণতন্ত্রই যেন শেষ কথা হয়।” নবগঠিত আইএমএ শাখার চিকিৎসকদের সঙ্গে রুদ্রবাবুও নিঃশুল্ক চিকিৎসা শিবিরে রোগী দেখেন। ১৭০ জন রোগীর চিকিৎসা করে ওষুধ দেওয়া হয়। বস্তুত, কলকাতা লাগোয়া এলাকায় আইএমএ-র একাধিক শাখা রয়েছে। সে দিক থেকে দেখলে বিষয়টি নতুন কিছু নয়। চিকিৎসকদের একাংশের মতে, দুটি সংগঠনের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকলে আখেরে শহরবাসী ও চিকিৎসক সম্প্রদায় উভয়েরই সুবিধা হবে। একটি শাখা নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপনের জন্য কোনওভাবে চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করলে কী হবে তা নিয়ে চলছে জল্পনা। উভয় তরফেই ওই ধরনের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, এদিন ‘ডক্টরস ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছিল এসজেডিএ।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.