টুকরো খবর

সিপিএম অফিসে হামলা, নালিশ কংগ্রেসের নামে
টিটাগড় ব্রহ্মস্থানে সিপিএমের কার্যালয়ে ঢুকে হামলা ও লুঠপাটের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সিপিএমের ওই কার্যালয়ে ঢুকে আলমারি, টিভি লুঠের পাশাপাশি জিনিসপত্র তছনছ করা হয়। কংগ্রেসের স্থানীয় নেতা রাজেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ। ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার অভিযোগ করেন, “কংগ্রেসের নেতা-কর্মীরা পেশিশক্তি দেখাতে আমাদের কার্যালয়ে হামলা চালায়। পতাকা ছিঁড়ে দিয়ে ওদের পতাকা লাগানোরও চেষ্টা করে।” ওই কার্যালয় প্রাক্তন সিপিএম বিধায়ক প্রবীণ কুমারের অফিস ছিল। কংগ্রেসের দাবি, কার্যালয়টি আসলে কংগ্রেসের। বছর দশেক আগে সিপিএম সেটি দখল করে নেয়। কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি দেবী ঘোষাল বলেন, “ওটা আমাদের পুরনো কার্যালয়। তড়িৎবাবুরা ওই অফিস দখল করে নিয়েছিলেন। আমরা তা ফিরিয়ে নিলাম।”

কলেজে সংঘর্ষ, জখম ৬
কলেজে ভর্তির ফর্ম তুলতে সাহায্য করাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআই সমর্থকদের মারামারি বাধে। জখম হন ৬ জন। তাঁদের উপরে হামলার অভিযোগে কলেজের এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আবির আহমেদ মোল্লা পদত্যাগ করেছেন। কলেজ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ছাত্রছাত্রীরা যখন প্রথম বর্ষে ভর্তির ফর্ম তুলছিলেন, তখন তাঁদের সাহায্য করা নিয়ে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। যদিও এ নিয়ে কোনও পক্ষই রাত পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। এসএফআইয়ের দাবি, তৃণমূূল ছাত্র পরিষদ বহিরাগতদের এনে হামলা চালিয়েছে। তাদের ৪ জন জখম হন। আবির আহমেদ বলেন, “ওরা আমাকেও মারধর করেছে। আমার উপরে আবার হামলা হতে পারে। সেই কারণে আমি অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।” অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রাজর্ষি দাস। তাঁর পাল্টা অভিযোগ, ‘এসএফআই-এর ছেলেরাই বহিরাগতদের এনে হামলা চালায়। আমাদের ২ জন সমর্থক আহত হন।” ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের পদত্যাগ করা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, “ছাত্র ভর্তি নিয়ে নানা প্রশাসনিক সমস্যায় জড়িয়ে পড়ছিলেন তিনি। তা সামলাতে না পেরে পদত্যাগ করেছেন।” কলেজের অধ্যক্ষ সুবীরেশ ভট্টাচার্য বলেন, “কলেজে একটি গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। আবিরের পদত্যাগপত্র পেয়েছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নতুন থানার উদ্বোধন হিঙ্গলগঞ্জে
সুন্দরবন এলাকায় আরও একটি নতুন থানা হল। শুক্রবার হিঙ্গলগঞ্জের জঙ্গল সংলগ্ন রায়মঙ্গল নদীর পাশে ‘হেমনগর কোস্টাল থানা’ নামে ওই থানার উদ্বোধন করেন বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার। পুলিশের দাবি, থানাটি হওয়ায় সুন্দরবন এলাকায় দুষ্কৃতী হামলা রুখতে সুবিধা হবে বলে। হিঙ্গলগঞ্জ থানার উপরে চাপও কিছুটা কমবে। স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় একটি পৃথক থানার দাবি জানিয়ে আসছিলেন।

বজ্রাঘাতে মৃত্যু বাসন্তীতে
বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম তাঁর ৮ বছরের মেয়ে। বৃহস্পতিবার রাতে বাসন্তীর ৩ নম্বর চড়াবিদ্যা গ্রামের বাসিন্দা সুমিত্রা মণ্ডল (৩৫) নামে ওই মহিলা তাঁর বড় মেয়ে মধুমিতাকে নিয়ে বাড়ির বারান্দায় বসেছিলেন। তাঁর স্বামী মদনবাবু ছেলে এবং ছোট মেয়েকে নিয়ে ঘরে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তখন বৃষ্টি পড়ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সময়ে বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত্রাদেবীর। মধুমিতার শরীরের ডান দিক ঝলসে যায়। তাকে প্রথমে বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার স্থানান্তরিত করানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে।

অস্ত্র পাচার, গ্রেফতার
অস্ত্র পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার রাতে, বিষ্ণুপুর থানার বারুইপুর-আমতলা রোডে দমদমা এলাকা থেকে। ধৃত হান্নান মণ্ডল ও আলাউদ্দিন শেখের কাছে একনলা বন্দুক ও তিনটি পাইপগান মিলেছে। শুক্রবার আলিপুর আদালত ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত দেয়।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.