টুকরো খবর

জলে চাল, শো-কজ করা হল প্রধানকে
নদীতে চাল ফেলে দেওয়ার ঘটনায় পঞ্চায়েত প্রধানকে শো-কজ করল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার খানাকুলের ঠাকুরানিচক পঞ্চায়েতের প্রধান গণেশ মিদ্দার বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছিল। যদিও যুগ্ম বিডিও সায়ন্তন গুঁই জানান, তদন্তে দেখা গিয়েছে ৭০ বস্তা নয়, ৮ বস্তা চাল ফেলা হয়েছিল দ্বারকেশ্বরে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, ওই চাল মিড ডে মিলের। যদিও সায়ন্তনবাবু জানিয়েছেন, কোন প্রকল্পের চাল ফেলা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মিড ডে মিলের চাল নয় বলেই প্রাথমিক ভাবে ব্লক প্রশাসনের অনুমান। স্থানীয় তৃণমূল নেতা শেখ নয়নের দাবি, জলে চাল ফেলার হিসাব এত কম হওয়ার কথা নয়। বেশির ভাগ বস্তা স্রোতে ভেসে গিয়েছে। এ দিকে, ওই প্রধানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত ঘেরাও-বিক্ষোভ চলে পঞ্চায়েতে। পরে পুলিশ গণেশবাবুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ব্লক প্রশাসনের তরফে অবশ্য থানায় কোনও অভিযোগ জানানো হয়নি। এ দিন সন্ধ্যার দিকে প্রধানকে থানাকে থেকে অন্যত্র পাঠিয়ে দেন। তিনি টেলিফোনে বলেন, “সমস্ত ব্যাপারটায় মন-মেজাজ ভাল নেই। আতঙ্কে আছি।” বিডিও জানান, আপাতত প্রধানকে শো-কজ করা হচ্ছে। জবাব এলে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

বিশিষ্টদের নিয়ে কমিটি গড়ল হুগলি জেলা পুলিশ
কলকাতা পুলিশের ধাঁচে এ বার বিশিষ্ট মানুষজনকে নিয়ে ‘সিটিজেন্স কমিটি’ তৈরি করল হুগলি জেলা পুলিশ। রাজ্যের মধ্যে হুগলিই প্রথম এ ধরনের পদক্ষেপ করল বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলার ৪টি মহকুমার ১৫ জন বিশিষ্ট মানুষকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কমিটিতে সামিল হয়েছেন। শুক্রবার চুঁচুড়ায় জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে কমিটির সদস্যদের প্রথম বৈঠক হয়। পুলিশ সূত্রের খবর, পুলিশের কাজকর্ম কী ভাবে আরও জনমুখী করা যায়, সে বিষয়ে পরামর্শ দেবে এই কমিটি। সাধারণ মানুষকে যাতে পুলিশের কাছে এসে হয়রান হতে না হয়, সে দিকেও কমিটি নজর দেবে। পুলিশ কী ভাবে সাধারণ মানুষকে আরও উন্নত জনমুখী পরিষেবা দিতে পারে, সেই সংক্রান্ত আলোচনা হয় এ দিন। এর মধ্যে ছিল ট্রাফিক সমস্যা (বিশেষত জেলার শিল্পাঞ্চলগুলিতে), ডায়েরি করার ক্ষেত্রে থানায় এসে সাধারণ মানুষের হয়রানি, পাসপোর্ট করানো নিয়ে সমস্যা-সহ বিভিন্ন বিষয়। এখন থেকে নিয়মিত ভাবে পুলিশকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন কমিটির সদস্যরা। পরামর্শ অনুযায়ী কাজ হচ্ছে কিনা, সে দিকেও লক্ষ্য রাখবেন।

আগ্নেয়াস্ত্র উদ্ধার
শুক্রবার সকালে পুড়শুড়ার ঘোলদিগরুই গ্রামের লোকনাথ মন্দির-সংলগ্ন মাঠ থেকে একটি পাইপগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। স্থানীয় মানুষই পুলিশকে খবর দেন। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বজ্রাঘাতে মৃত ২
বৃহস্পতিবার সন্ধ্যায় দু’টি পৃথক ঘটনায় শ্যামপুর থানা এলাকায় বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। বাগান্ডায় ট্র্যাক্টর চালিয়ে জমিতে চাষ করার সময়ে বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ বক্কার (৩৪) নামে এক ব্যক্তির। অন্য দিকে, নবগ্রামে জমিতে চাষের কাজ করার সময়েই বাজ পড়ে গুরুতর আহত হন রতন মণ্ডল (২২)। উলবেড়িয়া হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

ডাকাতকালী পুজো
আরামবাগের ভালিয়া গ্রামে শুক্রবার ঐতিহ্যবাহী ডাকাতকালী পুজো হয়ে গেল। এ উপলক্ষে মন্দির সংলগ্ন মাঠে এক দিনের মেলা বসে। পুজোর আয়োজনের কথা জানাতে প্রথা মেনে দিন পনেরো আগে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধ্বজা উড়িয়ে দেওয়া হয় লম্বা বাঁশে।
Previous Story South Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.