অজয়-মাওবাদী সম্পর্কের অভিযোগ নিয়ে সরব বিজেপি
জামশেদপুরের ভোটযুদ্ধের তারকা-প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার অজয় কুমারের সঙ্গে এ বার মাওবাদীদের যোগ-সাজশের অভিযোগ উঠল। আজ জামশেদপুরে লোকসভার উপ-নিবার্চনের দিনেই নির্বাচন কমিশনের কাছে বিজেপির প্রাক্তন বিধায়ক সরযূ রায়ের পেশ করা একটি সিডি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। ওই সিডি-তে ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রার্থী অজয় কুমার মাওবাদী নেতা সমরজির সঙ্গে কথা বলছেন বলে দাবি বিজেপির। জামশেদপুরের প্রাক্তন এসপি অজয় অবশ্য ‘সমর’ নামের ব্যক্তির সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করেননি। অডিও সিডি-র কণ্ঠস্বরটিও তাঁর নিজের বলে মেনে নিয়েছেন। তবে অজয়ের দাবি, ভোটে জিততে মাওবাদীদের কাছে কোনও ‘অনৈতিক’ সাহায্য চাননি তিনি।
রাজ্য বিজেপি-র কোর কমিটির সদস্য তথা জামশেদপুর (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সরযূ রায়ের পেশ করা সিডিতে শোনা যাচ্ছে অজয় কুমার ‘সমরজি’ নামে কাউকে ফোনে বলছেন, “আপনারা একটু বলে-টলে দিন যাতে কোন ‘মাঈ কা লাল’ আমায় ঝামেলায় না ফেলে।” ফোনের ও পারে ‘সমরজি’-ও আশ্বাস দিয়েছেন, তাঁদের সাংগঠনিক কমিটি কোনও কোনও অঞ্চলে এই ভোট বয়কটের ডাক দিলেও তাতে অজয় কুমারের উপরে নেতিবাচক প্রভাব পড়বে না।
সরযূ রায়ের কথায়, “সিডির কথা শুনেই বোঝা যাচ্ছে অজয় কুমারের সঙ্গে মাওবাদীদের ভালই দহরম মহরম।” নির্বাচন কমিশনের তরফে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে মন্তব্য করা হয়েছে।
একদা ‘এনকাউন্টার-স্পেশালিস্ট’ বলে খ্যাত প্রাক্তন পুলিশকর্তা-প্রার্থীর পাল্টা দাবি, “আমি মাওবাদীদের সাহায্য নিয়ে বুথ দখল করে ভোটে জেতার পরিকল্পনা করিনি। সমর নামের ওই ব্যক্তি মাওবাদী নেতা কি না, তা-ও নিশ্চিত নই। নির্বাচন কমিশন বরং ওটা আদৌ সমরজির কণ্ঠস্বর কি না, তা যাচাই করুক।” একই সঙ্গে অজয়ের প্রশ্ন, “স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমও তো মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর কথা বলছেন। তাহলে ওঁদের সঙ্গে কথা বলতে কিসের আপত্তি?” অজয়ের দাবি, মোবাইলে একটি মিস্ড কল দেখে যোগাযোগ করেই তিনি ওই ‘সমরজি’-র সঙ্গে কথা বলেন। অর্থাৎ, তিনি আগে যোগাযোগ করেননি। ওই ব্যক্তি নিজেকে মাওবাদী নেতা বলে দাবি করলে অজয় ওঁদের হিংসার পথ ছেড়ে মূলস্রোতে ফেরার পরামর্শও দেন।
এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাও অজয়ের দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান নেতা বাবুলাল মরান্ডির মাওবাদী-সংস্রব নিয়ে সরব হয়েছিলেন। মরান্ডির পাল্টা প্রশ্ন, “মাওবাদীদের আমরা মূল স্রোতে ফেরানোর কথা বলছি। তা হলে ওদের সঙ্গে কথা বলতে দোষ কোথায়?”এ দিনের সিডি-কাণ্ডে মরান্ডির প্রতিক্রিয়া, “বিজেপি কোথা থেকে ওই সিডি পেল? বিজেপি নিজেই অজয় কুমারকে ফাঁসাতে কোনও ‘সমরজি’কে পেশ করেনি তো?” এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি করেছেন মরান্ডি।
অভিযোগ-পাল্টা অভিযোগের এই গনগনে আবহটুকু বাদ দিলে জামশেদপুরে এ দিনের ভোটের ময়দান ছিল প্রায় ঘটনাহীন। রিটার্নিং অফিসার তথা জেলার ডিসি হিমানি পাণ্ডে বলেন, “ভোটের হার শতকরা ৪৭ ভাগ। ২০০৯-এ এই কেন্দ্রের গত ভোটের থেকেও ভোট কম পড়েছে।” এ দিন চিল্খারি গণহত্যার ঘটনায় দোষীদের ফাঁসির সাজার প্রতিবাদে ২৪ ঘণ্টার ঝাড়খণ্ড বন্ধ ডাকে মাওবাদীরা। জামশেদপুরের ভোটে তার জেরে কোনও অশান্তির ঘটনা প্রায় ঘটেইনি। ১০৫টি বুথই মাওবাদী-অধ্যুষিত বলে চিহ্নিত করা কেন্দ্রে ঘটনা বলতে গুড়াবান্ধা ব্লকের মহেশপুরে। সেখানে আতঙ্ক ছড়াতে পাহাড়ের উপর থেকে বেলা সাড়ে ১২টা নাগাদ মাওবাদীরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তবে তাতে কেউ হতাহত হননি।
Previous Story Desh Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.