টুকরো খবর

তেলেঙ্গানা নিয়ে ইস্তফার হুমকি
অন্ধ্রপ্রদেশে দলকে অস্বস্তিতে ফেলে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ফের বেঁকে বসলেন কংগ্রেস জনপ্রতিনিধিরা। পৃথক তেলেঙ্গানা গঠনের দাবি না মানলে আগামী ৪ জুলাই কংগ্রেসের ৭ জন সাংসদ, ১৮ জন বিধায়ক ও রাজ্যের ৯ মন্ত্রী পদত্যাগ করবেন বলে আজ জানিয়ে দিয়েছেন। অন্ধ্রের পঞ্চায়েতরাজ মন্ত্রী কে জনা রেড্ডি বলেন, “তেলেঙ্গানা হচ্ছে না, আমরাও চুপ রয়েছি। এমনটা হলে মানুষ ভাববেন ক্ষমতার লোভে আমরা পদ আঁকড়ে রয়েছি। সেই ভুল ধারণা ভাঙতেই পদত্যাগ করব।” তবে রেড্ডি অবশ্য জানান, তেলেঙ্গানার দাবিতে তাঁরা সরব ঠিকই কিন্তু এ জন্য কংগ্রেস ছাড়ার কোনও পরিকল্পনা নেই। কংগ্রেসে থেকেই তাঁরা পৃথক রাজ্যের জন্য আন্দোলন চালাবেন।

কানিমোঝিকে নিয়ে মন্তব্য, বিতর্কে যশোবন্ত
এ রাজা এবং কানিমোঝির জামিনের পক্ষে সওয়াল করে দলে অস্বস্তি তৈরি করলেন প্রবীণ বিজেপি নেতা এবং দার্জিলিঙের সাংসদ যশোবন্ত সিংহ। রাজা ও কানিমোজিকে জেলে পাঠানোর কৃতিত্বকে পুঁজি করে বিজেপি যখন মনমোহন সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আন্দোলনে নেমেছে, সেই সময় যশোবন্তের মন্তব্য অসন্তোষ তৈরি করেছে দলেই। একটি টিভি চ্যানেলকে যশোবন্ত বলেন, টু-জি স্পেকট্রামে দুর্নীতির অভিযোগে কারাবন্দি সাংসদদের জামিন না দেওয়ার কোনও যৌক্তিকতা নেই। শুনানি যখন চলছে, তখন তাঁরা কী করে তদন্তে হস্তক্ষেপ করবেন? পরে যশোবন্ত জানান, এই মন্তব্য তাঁর ব্যক্তিগত। দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, “যশোবন্ত সিংহ নিজেই বলেছেন, এই মত দলের নয়, তাঁর ব্যক্তিগত। তখন এই নিয়ে আর বিতর্কের অবকাশ নেই।”

জাল নথিতে ঋণ, গ্রেফতার চার
জাল নথির ভিত্তিতে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় চার জনকে গ্রেফতার করল সিবিআই। ২০১০ সালে দু’টি বরফ কারখানা তৈরির জন্য আড়াই কোটি টাকা ঋণ নেয় চুন্না গ্রামের গৌরীশঙ্কর জানা, তাঁর বউ ও ছেলে। দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে এই ঋণ নেওয়া হয়। পরে জানা যায় ভুয়ো নথি দেখিয়ে এই ঋণ নেওয়া হয়েছিল। মূল অভিযুক্তকে এখনও ধরা যায়নি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দু’টি ব্যাঙ্কের কিছু ব্যক্তি জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত এখনও চলছে।
মাওবাদী দমনে সাফল্য
চিলখারি গণহত্যায় দোষীদের ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে মাওবাদী-বন্ধ ঝাড়খণ্ডে ছাপ ফেললেও এ দিনই হাজারিবাগের বিষুনগড়ে জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্যের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, সকাল থেকে কয়েক ঘণ্টার সংঘর্ষে তিনজন মাওবাদী জঙ্গি খতম হয়েছে।

স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল স্থানীয় আদালত। এই কাজে সাহায্য করার জন্য নিহতের শাশুড়ি ও ননদকেও ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে দু’হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ২০০২ সালে গৌরিমানির সঙ্গে হরিশ চন্দ্র মহালের বিয়ে হয়েছিল।

হিন্দিভাষী খুন
কাল রাতে তিনসুকিয়ার শান্তিপুরে সন্দেহভাজন আলফা জঙ্গিদের গুলিতে মারা গেলেন হিন্দিভাষী ব্যবসায়ী শিউজিপ্রসাদ সাহানি। পুলিশ জানায়, শিউজিপ্রসাদের দোকানে এসে জল চায় কিছু যুবক। তিনি জল দেওয়ার জন্য জানলা খুলতেই, এ কে ৪৭ রাইফেল থেকে গুলি চালায় জঙ্গিরা।

গ্রামপ্রধান হত
গ্রামসভার প্রধান ও তাঁর সহকারিকে হত্যা করল নাগা জঙ্গিরা। গত কাল বিকেলে নাগাল্যান্ডের ইনটাংকি জাতীয় উদ্যানের কাছে ইনাভি গ্রাম ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় ৩০ জন সশস্ত্র জঙ্গি গ্রামে ঢুকে অন্তত ৩৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এরপর গ্রাম প্রধান ইনাশে ও তাঁর সহকারী, ভিকেশে সুমির বাড়ি গিয়ে তাঁদের হত্যা করে জঙ্গিরা। গুলিতে জখম হেসিতো ও পিকুতো নামে দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআরপি মোতায়েন করা হয়েছে। ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গোষ্ঠী সংঘর্ষে হত ২ মাওবাদী
মাওবাদী দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদী জোনাল কমান্ডার এবং এক মাওবাদী স্কোয়াড সদস্যের। বিহার পুলিশের ডিজি নীলমণি জানিয়েছেন, আজ ঘটনাটি ঘটেছে রোহতাস জেলার চুটিয়া থানার বোলিয়া গ্রামে। নীলমণি বলেন, “মাওবাদীদের এমসিসি এবং পিডব্লিউজি, এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটেছে। লড়াইয়ে মৃত্যু হয়েছে শোন-বিন্ধ্যাচল অঞ্চলের মাওবাদী জোনাল কমান্ডার বীরেন্দ্র রাণার। নিহত অন্য জন হল মাওবাদী স্কোয়াড সদস্যের নাম বিষ্ণু যাদব।” ২০০২ সালে রোহতাসের ডিভিশনাল ফরেস্ট অফিসার সঞ্জয় সিংহ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল বীরেন্দ্র। এ ছাড়াও, ওই মাওবাদী নেতার বিরুদ্ধে একাধিক খুন, অপহরণ এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। নিহত মাওবাদীদের মৃতদেহের সঙ্গে একটি এ কে-৫৬ রাইফেলও উদ্ধার করেছে পুলিশ। নীলমণি আরও জানিয়েছেন, ওই এলাকায় আরও মাওবাদী ঘাঁটি রয়েছে বলে পুলিশের সন্দেহ। সেই কারণে, আশপাশের এলাকায় সিআরপিএফ এবং এসটিএফের যৌথ বাহিনী আজ সকাল থেকে ব্যাপক তল্লাশি-অভিযান চালাচ্ছে।
Previous Story Desh Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.