টুকরো খবর

যুবকের কারাদণ্ড
নাবালিকাকে ধর্ষণের দায়ে দশ বছর কারাদণ্ড হল এক যুবকের। সেই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা করাও হয়েছে। শুক্রবার এই নির্দেশ দেয় বোলপুর আদালত। সরকারি আইনজীবী মহম্মদ সামসুজ্জোহা বলেন, “বোলপুরের রাইপুরের বাসিন্দা নন্দ বর্মন ২০০৫-এর ১৯ মে পড়শি এক নাবালিকাকে ধর্ষণ করে। তার দু’দিন পরে বোলপুর থানায় অভিযোগ করেছিলেন ওই বালিকার বাবা। অভিযুক্ত যুবক আড়াই বছর ফেরার থাকার পরে ২০০৭-এ ১৪ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে।” তিনি জানান, ধর্ষণের দায়ে নন্দ বর্মনকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ৩ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছেন বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক আশিস দেব।

পঞ্চায়েতে বিক্ষোভ
এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার, কাঁচা রাস্তা পাকা করা-সহ বেশ কিছু দাবিতে মুরারই ১ ব্লকের মহুরাপুর পঞ্চায়েতে বৃহস্পতিবার ঘেরাও-বিক্ষোভ করল এসইউসি। বিক্ষোভের নেতৃত্বে থাকা এসইউসি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রফিকুল হাসান জানান, রাস্তা সংস্কার, পানীয় জলের নলকূপ সংস্কার, বার্ধক্য ভাতার উপভোক্তাদের যথাযথ সময় টাকা দেওয়া, রেশন কার্ড বিলিতে আরও বেশি তৎপরতা দেখানো-সহ বিভিন্ন দাবিতে তাঁরা এ দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মহুরা পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিনয় ঘোষের দাবি, “এ বছর জানুয়ারিতে পঞ্চায়েতে আনা অনাস্থার পরে আমি প্রধান হয়েছি। আগের প্রধানের আমলে রাস্তাঘাটের উন্নয়ন কিছুই হয়নি। আমি পরিকল্পনা নিয়েছি। তবে বর্ষার সময় কাজ হচ্ছে না।”

জরিমানা
বিদ্যুৎ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। দফতরের বোলপুর গ্রুপ সাপ্লাইয়ের স্টেশন ম্যানেজার আব্দুল গফফর বলেন, “বোলপুর থানার মুলুক আদর্শপল্লির ওই বাসিন্দার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ চুরির অভিযোগ আসছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগের সত্যতা মিলেছে। বোলপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিদ্যুৎ চুরির অভিযোগে ৭৭ হাজার ৪২২ টাকা জরিমানা করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক।

নতুন সভাপতি
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে রাজা ঘোষ শুক্রবার কাজে যোগ দিলেন। তিনি বলেন, “বিদায়ী জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) সুকুমার রায় জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কাজে কলকাতায় থাকায় দায়িত্বভার নিতে পারিনি। সোমবার দায়িত্ব বুঝে নেব।”

বাড়িতে চুরি
তালা ভেঙে বাড়িতে চুরি হল রামপুরহাটের রামরামপুর গ্রামে। শুক্রবার দুপুরের ঘটনা। সকাল থেকে বাড়ির লোক ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, জিনিসপত্র লন্ডভন্ড। আলমারি ভেঙে মেয়ের বিয়ের জন্য রাখা গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ করেছেন গৃহকর্তা।

মিছিল
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, হাসপাতালে শিশু মৃত্যু ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বাঁকুড়া শহরে প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লক। পরে মাচানতলায় পথসভাও করে।
Previous Story Purulia Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.