|
|
|
|
শিল্প স্থাপন নিয়ে নতুন কমিটিরও শীর্ষে মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে শিল্প সংক্রান্ত যাবতীয় বিষয় দেখার জন্য এই প্রথম মন্ত্রিসভার একটি উচ্চ পর্যায়ের স্থায়ী কমিটি গড়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আট সদস্যের ওই কমিটি বৃহস্পতিবার অনুমোদন করেছেন রাজ্যপাল এম কে নারায়ণন। মূলত সিঙ্গুর-জটের কারণে শিল্প সংক্রান্ত কোনও বিষয়ই আর একা শিল্প-বাণিজ্য দফতরের অধীনে ছেড়ে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। তাই ওই কমিটি গড়া হয়েছে বলে মহাকরণ সূত্রের খবর।
নতুন কমিটির চেয়ারপার্সন হয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য সদস্যদের মধ্যে আছেন শিল্প-বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পূর্ত ও পরিবহণ মন্ত্রী সুব্রত বক্সী, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মণীশ গুপ্ত এবং শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এ ছাড়া প্রয়োজন অনুসারে যে-কোনও সময় যে-কোনও মন্ত্রীকে ডেকে নিতে পারে ওই কমিটি।
এ দিন রাজ্যপালের নির্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব সমর ঘোষ জানান, শিল্প, পরিকাঠামো এবং কর্মসংস্থান সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিটি বিবেচনা করবে। বিশদ ব্যাখ্যায় বলা হয়েছে, নতুন শিল্প স্থাপনের প্রস্তাব এবং সেই সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিটির বিচার্য হবে। শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরিতে কী কী পরিকাঠামো গড়া প্রয়োজন, তা দেখবেন কমিটির সদস্যেরা। শিল্প স্থাপনের প্রয়োজনীয় জমি তো বটেই, সড়ক, বিদ্যুৎ, জল, পরিবহণ ইত্যাদির উন্নয়নের সঙ্গে প্রাকৃতিক পরিবেশও যাতে নষ্ট না-হয়, সেই সব বিভিন্ন বিষয়েও চুলচেরা বিচার করবে তারা। তার পরেই নতুন শিল্প স্থাপনের প্রস্তাব অনুমোদন পাবে। বন্ধ ও রুগ্ণ শিল্পের পুনরুজ্জীবনও ওই কমিটি বিচার্য। আরও বেশি কর্মদিবস সৃষ্টির সঙ্গে সাধারণ ভাবে কাজের সুযোগ বৃদ্ধির বিষয়গুলিও দেখবে কমিটি।
|
রাজ্যের তথ্যপ্রযুক্তি কমিটিতে পিত্রোদা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তথ্যপ্রযুক্তি শিল্পের ‘রোডম্যাপ’ তৈরি করতে স্যাম পিত্রোদা ও সাবির ভাটিয়ার মতো বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায় রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে প্রথম দিন দফতরে পা রেখেই এই ইচ্ছা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। সেই দিকে এক ধাপ এগোল রাজ্য। সংশ্লিষ্ট সূত্রের খবর, দু’টি বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে। একটি হার্ডওয়্যার ও অন্যটি সফটওয়্যার শিল্পের উন্নয়নের দিকে নজর দেবে। ‘মেন্টর’ হিসেবে স্যাম পিত্রোদাকে চেয়েছিল সরকার। সেই ডাকে সাড়া দিয়েছেন পিত্রোদা। দু’টি কমিটির নেতৃত্বে থাকবেন তিনি। |
|
|
|
|
|