টুকরো খবর
|
সাঁতারে সোনা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
সর্বভারতীয় সাঁতার প্রতিযোগিতার দু’টি বিভাগে সোনা জিতেছে কৃষ্ণনগরের ঋষভ নাথ। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার ৫০ মিটার বাটার ফ্লাই বিভাগে সোনা ও ৫০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে রূপো জিতেছে সে। এ ছাড়া ফ্রি-স্টাইল রিলেতে সোনা ও আইএম রিলেতে ব্রোঞ্জ জিতেছে। অনূর্ধ্ব দ্বাদশ গ্রুপ ৩-এর হয়ে প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ঋষভ।
|
ব্ল্যাকবার্ন ম্যাচে রাজি নন মর্গ্যান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেষ পর্যন্ত ট্রেভর মর্গ্যান ইস্টবেঙ্গল কর্তাদের জানিয়ে দিলেন, প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে খেলার পক্ষপাতী নন তিনি। ই মেল করে লাল-হলুদ কোচ কর্তাদের যা জানিয়েছেন, তাতে দুটো ব্যাপারে ভয় পাচ্ছেন তিনি। এক, পর্যাপ্ত ট্রেনিং না করে খেলতে নামায় চোট পেতে পারেন ফুটবলাররা। অন্তত ছয় সপ্তাহ ট্রেনিং দরকার। দুই, দুর্বল দল নিয়ে নেমে বিশ্রী হারলে দলের উপর প্রভাব পড়তে পারে। তাই এখন না খেলারই সুপারিশ করেন তিনি। মর্গ্যান বলেন, পরের দিকে খেলা হলে খেলা হতে পারে। কিন্তু ব্ল্যাকবার্ন পরের দিকে ভারতে আসবে কি না সন্দেহ। তারা এখানে আসছে ২০ জুলাই নাগাদ। ওই সময় কোনও দলের সঙ্গেই খেলা কঠিন। সব দলই অপ্রস্তুত। ব্ল্যাকবার্ন তাই ম্যাচ খেলার চেয়ে পুণেতে অ্যাকাডেমি তৈরির দিকে নজর দিতে পারে।
|
বোর্ডের কাজে সরকার নাক গলালে শাস্তি
সংবাদসংস্থা • হংকং |
কোনও ক্রিকেট বোর্ডের কাজে সংশ্লিষ্ট দেশের সরকারের হস্তক্ষেপ বরদাস্ত করবে না আইসিসি। বোর্ডের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ হলে সেই বোর্ডকে সাসপেন্ডও করতে পারে ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি-র বার্ষিক সভার শেষ দিনে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
আইসিসি আরও জানিয়েছে, আগামী বছরের জুন মাসের মধ্যে যাবতীয় নিয়ম কার্যকর করতে হবে। এর পর আরও ১২ মাস ক্রিকেট বোর্ডদের সময় দেওয়া হবে। তার পরেও যদি দেখা যায় সরকারি হস্তক্ষেপ হচ্ছে, তা হলে সংশ্লিষ্ট বোর্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।
এ দিকে, আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি-র আরও উন্নত মানের প্রযুক্তি প্রয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সাফ কথা, এটা চালু হলে ক্রিকেটের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের প্রত্যেকেই নিজেদের আরও উন্নত করতে পারবেন। তবে এই মুহূর্তে যে ডিআরএস পদ্ধতি চালু আছে তা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনীহাকে তিনি গুরুত্ব দিচ্ছেন।
|
একই গ্রুপে সচিন, ধোনি
সংবাদসংস্থা • চেন্নাই |
চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স একই গ্রুপে পড়ল। খেলা ২৩ সেপ্টেম্বর-৯ অক্টোবর। তার আগে যোগ্যতা অর্জনের লড়াই থেকে মূল পর্বে যাবে তিনটি দল। যোগ্যতা অর্জনের দৌড়ে থাকছে কলকাতা নাইট রাইডার্স। এই টুর্নামেন্ট ১৯-২১ সেপ্টেম্বর, হায়দরাবাদে। মূল টুর্নামেন্টে দশটি টিম দু’টি গ্রুপে থাকছে। ধোনির টিম চেন্নাইয়ের গ্রুপে (এ) সচিনের মুম্বই ছাড়া রয়েছে নিউ সাউথ ওয়েলস ব্লুজ, কেপ কোব্রাজ ও যোগ্যতা অর্জন করা টিম। বি গ্রুপে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স, ওয়ারিয়র্স, সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকস এবং যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টের প্রথম ও তৃতীয় দল। দুই গ্রুপ মিলে তিন নম্বর দলও মূল পর্বে খেলবে।
|
মেয়াদ বাড়তে পারে আর্মান্দোর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রাক বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতের খেলার ফলের উপর নির্ভর করছে না জাতীয় কোচ আর্মান্দো কোলাসোর চাকরির মেয়াদ। তাঁর মেয়াদ বাড়তে পারে বলে জানালেন ফেডারেশনের সচিব কুশল দাস। বললেন “আমিরশাহি শক্তিশালী দল। ভারতের জেতা সহজ নয়। সুতরাং ওই ম্যাচের উপর আর্মান্দোর মেয়াদের সম্পর্ক নেই। সমস্যা হল প্রথমত আর্মান্দো কোলাসো ডেম্পোর সচিব বলে ওকে ডেম্পো বেশি দিন ছাড়বে না।”কুশলবাবু জানালেন, আই-লিগ সর্বভারতীয় টিভি চ্যানেলে দেখানো হবে। লিগ আকর্ষণীয় করতে আইএমজির পরিকল্পনা রয়েছে লিগের আটটি ক্লাবকে নিয়ে আইপিএল ক্রিকেটের ধাঁচে খেলানোর। সেক্ষেত্রে বিদেশ থেকে নামী আট কোচ ও আটজন বিশ্বকাপার এনে ওই আটটি ক্লাবে ভাগ করে খেলানোর। তবে এটা ভাবনা চিন্তার স্তরেই রয়েছে।”
|
দিল্লিতে স্পেনের বিশ্বজয়ী তারকা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিশ্বকাপ জয়ী স্পেন দলের তারকা ফেরনান্দো লোরেন্তে নয়াদিল্লিতে এসে বস্তিবাসী শিশুদের সঙ্গে খেললেন। ভিয়া-তোরেসের জন্য অ্যাটলেটিকো বিলবাওয়ের স্ট্রাইকার লোরেন্তের নিয়মিত স্পেনে খেলা হয় না। বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছেন। তিনি দিল্লিতে আসেন ‘শিশুদের বাঁচান’ প্রকল্পের অ্যামবাসাডর হিসেবে। ভারতে প্রতি বছর কুড়ি লক্ষ শিশু মারা যায় শুনে তিনি ব্যথিত।
|
দল পাল্টে পোর্ট কোচ সাব্বির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা প্রিমিয়ার লিগ শুরু কবে হবে ঠিক নেই। তার আগেই দল বদল শুরু হয়ে গেল কোচদের। কয়েক দিন আগে টালিগঞ্জ অগ্রগামী ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে, তাদের কোচ হচ্ছেন সাব্বির আলি। কিন্তু ক্লাবে স্পনসরদের নিয়ে ডামাডোলে সাব্বিরের সঙ্গেই কেউ যোগাযোগ করেননি। সন্তোষ জয়ী কোচ সাব্বিরকে কোচ করে ফেললেন।
|
পাঁচ অ্যাথলিট সাসপেন্ড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মাদক সেবনের অপরাধে ডোপ পরীক্ষায় ধরা পড়লেন আরও পাঁচ জন অ্যাথলিট। এঁরা হলেন সিনি জোশ, জওনা মুর্মু, টিয়ানা মেরি থমাস, হরি কৃষ্ণণ এবং সনিয়া।
|
ইমরানকে নিয়ে সিনেমা
সংবাদসংস্থা • লাহৌর |
ইমরান খানের ক্রিকেট-রাজনীতিবিদের দ্বৈত সত্তা নিয়ে সিনেমা হচ্ছে। গ্রেট ব্রিটেনের এক চিত্র পরিচালক, ফৈজল আমন খান ক্যামেরায় তুলে ধরছেন ইমরানের জীবন। ছবিটি এ বছরই মুক্তি পাবে। |
|