শিল্পতালুকের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। সামিল হল ছাত্রছাত্রীরাও। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠল। খড়্গপুর শিল্পতালুকে ওই রাস্তা যে সংস্কারের অভাবেই বেহাল, তা মেনে জরুরি বৈঠক ডেকেছেন মহকুমাশাসক সুদত্ত চৌধুরী। সোমবারের ওই বৈঠকে শিল্প সংস্থার প্রতিনিধিদেরও থাকতে বলা হয়েছে। মহকুমাশাসক বলেন, “সংশ্লিষ্ট রাস্তা সংস্কার প্রয়োজন। তাই বৈঠক ডাকা হয়েছে।” খড়গপুর শিল্পতালুকের সাহাচক থেকে মহেশপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। রাস্তার একটা বড় অংশে পিচ উঠে গিয়েছে। রাস্তা জুড়ে খানাখন্দ। গর্তে গাড়ির চাকা ঢুকে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ক’দিন আগে এক ছাত্রী আহত হয়। এর পরই ক্ষোভ চরমে পৌঁছয়। পাশেই ৬ নম্বর জাতীয় সড়ক। অভিযোগ, শিল্প সংস্থার মালবাহী লরি চলাচলের ফলেই রাস্তার এই হাল। বর্ষায় দুর্ভোগ আরও বাড়ে। স্কুল ছাত্রী সায়েনা খাতুনের কথায়,“ জল জমলে গর্ত বোঝাই যায় না। তখন সমস্যা আরও বাড়ে।” সমস্যা সমাধানে এক সময় বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, দ্রুত রাস্তার সংস্কার করা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। এ বার বাসিন্দাদের দাবি, আর প্রতিশ্রুতি নয়, কাজ চাই।
|
জোড়া খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ক’দিন আগে ভাদুতলার জঙ্গল থেকে অশোক হেলা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পরে মেদিনীপুর শহর ঘেঁষা গোপগড়ের জঙ্গল থেকে মহম্মদ রওশন ওরফে মুন্না নামে আরও এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানে, দুই খুনের পিছনেই একটিই দুষ্টচক্র জড়িত। গত শুক্রবার রাতে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। টাকার ভাগ নিয়েই দুষ্টচক্রের মধ্যে বচসা বাধে। অশোকের সঙ্গে থাকা মোবাইলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একে একে ৭ জনকে গ্রেফতার করা হয়। এ বার বিপ্লব মল্লিক ও অন্য এক জনকে ধরল পুলিশ। ছিনতাই ও জোড়া খুনের ঘটনায় ১৭ জনের একটি দল জড়িত বলে পুলিশের দাবি। অধিকাংশই আবার কলেজ ছাত্র। খড়গপুরের এসডিপিও দীপক সরকার বলেন, “বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে।”
|
পার্ট-১ থ্রি-টায়ারের একটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলজি-র ওই পরীক্ষাটি আজ, শুক্রবার হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্রে কিছু বিভ্রান্তি থাকায় পরীক্ষাটি নির্ধারিত দিনে নেওয়া যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক নিরঞ্জন মণ্ডল বলেন, শুক্রবারের পরিবর্তে পরীক্ষাটি হবে ১২ জুলাই। বাকি পরীক্ষাগুলি নির্ধারিত সূচি মেনেই হবে। পরীক্ষার স্থান ও সময় অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান। |