একটা-দু’টো নয়, অন্তত শখানেক কচ্ছপ। ধীরগতিতে হেঁটে চলেছে রানওয়ের ওপর দিয়ে। বুধবার এই অভিনব দৃশ্যই দেখা গেল নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। স্থানীয় সময় সকাল সাড়ে ছ’টা নাগাদ দেখা যায়, বিমানবন্দরের একটি রানওয়ের ওপর দিয়ে অন্তত শ’খানেক কচ্ছপ সার বেঁধে চলেছে। খবর যায় এয়ার কন্ট্রোলারে। ওই রানওয়েতে উড়ান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। অন্য একটি রানওয়েতে নামানো হয় সব উড়ান। এর জেরে উড়ান চলাচলে প্রায় ৩০ মিনিট দেরি হয়। মার্কিন কৃষি দফতরের এক আধিকারিক জানান, ওই দলে বেশির ভাগই স্ত্রী কচ্ছপ। এই সময়টা কচ্ছপরা ডিম পাড়ে। ওই রানওয়ের পাশেই একটি বালিয়াড়ি আছে। সেখানেই ডিম পাড়ার জন্য যাচ্ছিল কচ্ছপরা। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে মুখপাত্র রন মারসিকো জানান, এ রকম প্রতি বছরই হয়। তবে এ বার কচ্ছপের সংখ্যাটা অনেকটাই বেশি । ২০০৯ সালেও প্রায় ৮০টি কচ্ছপ এ ভাবেই টারম্যাকে ঢুকে পড়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, কর্মীরা টারম্যাকে দৌড়াদৌড়ি করে বিমান ওঠানামা খুব ভাল ভাবেই সামলেছেন। তাই নয়, কচ্ছপরা যাতে নিরাপদে গন্তব্যে পৌছয়, সে বিষয়েও তাঁদের নজর ছিল।
|
খাবারোর খোঁজে ফের বুনো হাতির হামলার ঘটনা ঘটল ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া বনবস্তিতে। বুধবার রাতে একটি দলছুট দাঁতাল ওই বনবস্তিতে ঢুকে ৭টি বাড়িতে ভাঙচুর চালায়। ঘরে মজুত চাল এবং আটাও খেয়ে নেয় বলে অভিযোগ।
|
ওদলাবাড়ির ঘিস বস্তিতে তল্লাশি চালিয়ে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার বন দফতরের চেল ও তারঘেরা রেঞ্জের কর্মীরা আড়াই লক্ষ টাকার কাঠ আটক করেছে। |