টুকরো খবর

প্রেসিডেন্সিতে নিয়োগের দায়িত্বেও উপদেষ্টারাই
মান উন্নয়নের জন্য অন্যান্য পরামর্শ তো দেবেই। সেই সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দায়িত্বও মেন্টর গ্রুপের হাতেই দিতে চায় রাজ্য সরকার। উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার রাজ্য সরকারের এই মনোভাবের কথা জানান। বুধবার মেন্টর গ্রুপের সদস্যদের নাম ঘোষণা করেছেন চেয়ারম্যান অধ্যাপক সুগত বসু। বৃহস্পতিবার ব্রাত্যবাবু বলেন, “প্রেসিডেন্সিতে শিক্ষক নিয়োগের বিষয়টি মেন্টর গ্রুপই দেখবে।” প্রেসিডেন্সির হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য খুব ভাল শিক্ষক নিয়োগ করাটা যে জরুরি, বরাবরই তা বলে আসছেন সুগতবাবু। বিষয়-ভিত্তিক ‘সার্চ কমিটি’ গড়ে শিক্ষক নিয়োগ করার পক্ষপাতী তিনি। সুগতবাবু বলেন, “মাঝেমধ্যে বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা তো থাকবেই। তবে ভাল স্থায়ী শিক্ষক নিয়োগের উপরেই বেশি জোর দেওয়া উচিত।” ব্রাত্যবাবু জানান, প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ যে-সব সুপারিশ দেবে, সেগুলি যথাসম্ভব রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলিতেও প্রয়োগের চেষ্টা করবে রাজ্য সরকার। এ দিকে, প্রেসিডেন্সির সম্প্রসারণের ক্ষেত্রে স্থানাভাব অন্যতম অন্তরায় বলে বারবার জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিতা চট্টোপাধ্যায়। এ দিন ব্রাত্যবাবুও সেই সমস্যার কথা জানান। তিনি বলেন, “উপাচার্যের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি ফাঁকা ভবন আছে। ওখানকার কাজকর্ম সল্টলেকে হয়। ওই ভবনটি পাওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে চিঠি লিখেছি।”

আভা সিংহ প্রয়াত
কান্দি এবং পাইকপাড়ার সিংহ পরিবারের শ্রীমতী আভা সিংহ প্রয়াত হয়েছেন ২৮ জুন, মঙ্গলবার। তাঁর বয়স হয়েছিল ৮২। পুরনো ঐতিহ্য, স্নেহ, সেবামূলক মানসিকতা এবং সামাজিক মূল্যবোধের ধারক ছিলেন তিনি। সাত বছর আগে নিজের একমাত্র ছেলে অধীশকে হারিয়েছিলেন। বড় ভাইপো অতীশ সিংহকেও হারিয়েছিলেন গত বছরই। মাত্র ১৫ বছর বয়সে পাইকপাড়ার অমরেশ সিংহের সঙ্গে আভা দেবীর বিয়ে হয়। জীবনে অনেক বড় আঘাতের সম্মুখীন হলেও পরিবারের প্রধান হিসেবে তিনি নিজের দায়িত্ব-কর্তব্যে অটল ছিলেন সব সময়। আভা দেবী রেখে গেলেন পুত্রবধূ মেরি সিংহ, দেওরপো বিকাশ সিংহ এবং তাঁর পরিবার, অতীশ সিংহের পরিবার এবং অসংখ্য অনুরাগীকে।

ছাত্রের ৮০ হাজার হাতিয়ে চম্পট
কলেজের কোর্স ফি জম্য দেওয়ার জন্য এক ছাত্র ৮০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে অপেক্ষা করছিলেন। কেপমারি করে তার কাছ থেকে সেই টাকা হাতিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে স্টেট ব্যাঙ্কের ইলেকট্রনিক কমপ্লেক্স শাখায়। ব্যাঙ্কের ক্লোজ্ড সার্কিট টিভিতে অভিযুক্তের চেহারাও ধরা পড়েছে। পুলিশ জানায়, ছাত্রটি হায়দরাবাদের। তাঁর নাম শরফরৌস আলম। জি-ডি ব্লকে একটি কলেজের হস্টেলে থাকেন তিনি। ব্যাঙ্কের চিফ ম্যানেজার কাবেরী দাস বলেন, “ওই কলেজের বহু ছাত্রছাত্রীই এখানে টাকা জমা দিতে আসেন। কিন্তু এই যুবকটি ব্যাঙ্কের কাউন্টারে কথা না-বলে কী ভাবে অচেনা লোকের হাতে অত টাকা তুলে দিলেন, ভেবেই অবাক লাগছে।” বাইরের লোকের হাতে টাকা দিলেন কেন? শরফরৌস বলেন, “লোকটি নাম বলেছিল সঞ্জয়। বলল, সে ব্যাঙ্কের লোক। আমাদের কলেজের জন্য ব্যাঙ্কের দোতলায় আলাদা কাউন্টার খোলা হয়েছে। এই বলে সে আমার টোকেনটি নেয়।” কয়েক বার নিজেই ব্যাঙ্কের বিভিন্ন কাউন্টারে ঘুরপাক খেয়ে লোকটি ওই ছাত্রকে ব্যাঙ্কের দোতলার সিঁড়িতে নিয়ে যায়। তার পরে তাঁর পুরো টাকা নিয়ে তাঁকে ব্যাঙ্কেই বসতে বলে। কিছু পরে খোঁজ নিয়ে শরফরৌস জানতে পারেন, সঞ্জয় উধাও।

দেড়শোয় হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট পা দিচ্ছে ১৫০ বছরে। এই উপলক্ষে বছরভর চলবে অনুষ্ঠান। আজ, শুক্রবার বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রথম অনুষ্ঠানটির উদ্বোধন করবেন রাজ্যপাল এম কে নারায়ণন। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কেন্দ্রীয় আইনমন্ত্রী বীরাপ্পা মইলি, রাজ্যের বিচারমন্ত্রী মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় প্রমুখ। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুখেন্দুশেখর রায় বলেন, “অনুষ্ঠানের শুরুতে একটি তথ্যচিত্রে হাইকোর্টের নানা অজানা দিক তুলে ধরা হবে।”

নতুন চেয়ারপার্সন
বিধাননগর পুরসভার পরবর্তী চেয়ারপার্সন হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার দলের তরফে এ কথা জানান তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত সোমবার দলীয় নির্দেশে চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন অনিতা মণ্ডল। ৭ জুলাই শপথ নেবেন কৃষ্ণাদেবী। তিনি বলেন, “বিধাননগর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা স্বপ্ন, তা আমি বাস্তবায়িত করার চেষ্টা করব।”

অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধের
বালিগঞ্জ থানা এলাকায় এক বৃদ্ধে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোড থেকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। মাথায় ও মুখে আঘাত নিয়ে তিনি রাস্তায় পড়ে ছিলেন। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, পথ-দুর্ঘটনাতেই তাঁর মৃত্যু হয়েছে। গভীর রাত পর্যন্ত বৃদ্ধের পরিচয় জানা যায়নি। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট ও মহাত্মা গাঁধী রোডের মোড়ে একটি বেসরকারি বাস এক ব্যক্তিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় জানা যায়নি।

বাড়ি ভাড়ার নামে গায়েব ১৮ লক্ষ, ধৃত দুই দালাল
নাগপুরের একটি সংস্থাকে কলকাতায় বাড়ি ভাড়া দেওয়ার নামে ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম গৌতম চক্রবর্তী ও হিরণ্ময় সমাদজার। গৌতম দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। হিরণ্ময়ের বাড়ি কলকাতার পার্ক লেনে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, দিন পনেরো আগে একটি আইন সংক্রান্ত পত্রিকার কর্মী কলপান্থ সিংহ সংস্থার জন্য বাড়ি ভাড়া নিতে কলকাতায় আসেন। সংস্থাটির মূল অফিস মহারাষ্ট্রের নাগপুরে। কলকাতায় গৌতম-হিরণ্ময়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা ঘরবাড়ির দালাল বলে নিজেদের পরিচয় দেন। কলপান্থকে একটি বাড়ির মালিকের কাছে নিয়ে যান তাঁরা। বাড়ি ভাড়ার অগ্রিম হিসেবে ৩৫ লক্ষ টাকা চান ওই দু’জন। সংস্থা নগদ ১৭ লক্ষ টাকা দেয় এবং বাকি টাকা দেয় ডিমান্ড ড্রাফটে। কলপান্থ জানান, ওই দু’জন একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ড্রাফট জমা দিতে বলেছিলেন। আর তাঁদের খোঁজ মেলেনি। বাড়ি-মালিক জানান, তিনি শুধু ১৭ লক্ষ টাকা পেয়েছেন। তার পরেই ধরা পড়েন দুই দালাল।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.