টুকরো খবর |
জিলেটিন স্টিক উদ্ধার পুলিশের |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
|
থানায় এসপি। নিজস্ব চিত্র। |
একটি পিক আপ ভ্যান থেকে প্রায় ১০০০ কিলোগ্রাম জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। বীরভূমের নলহাটি থানার পাইকপাড়ায় মুরারই সড়ক থেকে বৃহস্পতিবার দুপুরে গাড়িটি আটক করা হয়। পিক আপ ভ্যানটির চালক প্রদীপ বাউড়িকে আটক করেছে পুলিশ। প্রদীপের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার মধুভাটি থেকে জিলেটিন স্টিক ভর্তি গাড়িটি নলহাটি থানার বাহাদুর পাথর শিল্পাঞ্চল এলাকার আলালপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি থেকে একটি চালান উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নলহাটি থানার আলালপুরে বিস্ফোরক বিক্রির জন্য কোনও আড়তদার নেই। সন্ধ্যায় ঘটনাস্থলে তদন্তে আসেন জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ। তিনি বলেন, “এখনই বলা যাচ্ছে না ঠিক কি উদ্দেশ্যে জিলেটিন স্টিকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না।”
|
হুল দিবসের উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
নিজস্ব চিত্র। |
বোলপুর থানার দুর্গাপুরে সিদহো-কানহু লোকসংস্কৃতি কেন্দ্র প্রাঙ্গণে বৃহস্পতিবার ১৫৭তম হুল দিবসের উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস। তিনি বলেন, “তফসিলি জাতি, উপজাতি তথা অনগ্রসর শ্রেণির ৬ হাজার ছাত্রছাত্রীদের জন্য হয়েছে অম্বেডকর উৎকর্ষকেন্দ্র। ৭০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ তফসিলি জাতির পড়ুয়া ও ৬০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ তফসিলি উপজাতি ও অনগ্রসর পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার।” আমালাশোল প্রসঙ্গে তিনি বলেন, “শুধু খাবার নিয়ে কাজ করা নয়, বিধিবদ্ধ ভাবে জঙ্গলমহলের মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশে জোর দেওয়া হচ্ছে।” এ দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণাসিন্ধু দাস, জেলার চন্দ্রনাথ সিংহ, নুরে আলম চৌধুরী, বিধায়ক-সহ বিশিষ্টজনেরা।
|
সিউড়িতে দু’পক্ষের সংঘর্ষে মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
কুখুডিহি গ্রামে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ওই গ্রামে দু’পক্ষের সংঘর্ষে তিন জন গুরুতর আহতকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গভীর রাতে হাসপাতালে মারা যান শেখ জয়নাল (৪০)। অন্য পক্ষের এক আহত শেখ আসাইয়ের অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি সদাইপুর থানার হদলা গ্রামে। জয়নালরা ছয় ভাই। এক ভাই শেখ আবদুল্লা কুখুটিয়া গ্রামে থাকেন। অন্য পাঁচ ভাই ও বাবা শেখ আসগর গ্রামের বাইরে ছড়িয়েছিটিয়ে থাকতেন। স্থানীয় সূত্রের খবর, বুধবার বিকেলে জয়নাল ও তাঁর ভাইয়েরা কুখুটিয়া গ্রামে গিয়ে লালন মির্ধা, শেখ আনাই ও তাঁর ছেলেকে মারধর করেন। গ্রামবাসীদের একাংশ প্রতিরোধ করেন। বাকিরা পালিয়ে গেলেও জয়নাল পারেননি। সিউড়ি থানার আইসি অসিত ভট্টাচার্য বলেন, “আতঙ্ক থাকায় গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।”
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও বরাবাজার |
বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে রঘু গঁরাই (৬৪) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে কোটশিলা থানার পুলিশ। তিনি বোকারো জেলার মিঠাটাঁড় গ্রামে একটি মুদির দোকান চালাতেন। চার কিলোমিটার দূরে কোটশিলা থানার চিতমু গ্রামে তাঁর বাড়ি। সকাল থেকে দোকান করে দুপুরে বাড়ি ফিরে ফের বিকেলে দোকানে গিয়ে রাতে বাড়ি যেতেন রঘুবাবু। বুধবার রাতে তিনি না ফেরায় বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। সেই সময় সীমান্তের কাছে তাঁর দেহ মেলে। পুলিশ জানায়, দেহের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। অন্য দিকে, বুধবার রাতেই বরাবাজার থানার তেঁতলো গ্রামের বাসিন্দা বুধু কালিন্দীর (৬৫) দেহ উদ্ধার হয় চাষের জমি থেকে। বাসিন্দাদের একাংশ খুনের কথা সন্দেহ করলেও পুলিশ জানিয়েছে, বৃদ্ধের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। সাপের ছোবলেও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
স্বীকৃতির দাবি |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি পাওয়া, বেতন বৃদ্ধি-সহ পাঁচ দফা দাবিতে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল আশাকর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট ১ ও ২, রাজনগর, মহম্মদবাজার ব্লকের শ’দেড়েক আশাকর্মী স্মারকলিপি দেন। ইউনিয়নের তরফে রামপুরহাটের আশাকর্মী রিনা মণ্ডল বলেন, “চলতি বছর মে মাসে একটি নির্দেশিকা জারি করে আমাদের কাজ ছ’রকম থেকে বাড়িয়ে ৩৫ রকম করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের মূল বেতন সেই ৮০০ টাকাই রয়েছে। বেতন বৃদ্ধিই নয়, স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতির দাবিও স্মারকলিপিতে করেছি।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশিসকুমার মল্লিক বলেন, “বিষয়টি আমার এক্তিয়ারভুক্ত নয়। আমি আশাকর্মীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
|
নির্মাণ নিয়ে ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সদ্যোজাত শিশুদের জন্য নতুন বিভাগ তৈরি কারা হচ্ছে। এর জন্য তিন মাস আগে রামপুরহাট হাসপাতালের পুরনো ভবনের ছাদ নতুন করে তৈরি করা হচ্ছিল। বর্ষার আগে সেই কাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। এর ফলে পুরনো ভবনের নীচের ওয়ার্ডে জল জমছে। দোতলায় বহির্বিভাগে যেতে হলে রোগী ও তাঁদের আত্মীয়দের ওই জল ডিঙিয়ে যেতে হচ্ছে। এই অবস্থার জন্য কাজের দেখাশোনার দায়িত্বে থাকা পূর্ত বিভাগের উদাসীনতাকে দায়ী করেছে যুব কংগ্রেস। দলের নেতা সেলিম শেখ, অভিজিৎ মাঝিরা বলেন, “ছাদ সংস্কারের অভাবে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল সুপারকে হয়েছে।” এ ছাড়া, হাসপাতালে কোথাও জলের পাইপ ফাটা, জলের ট্যাঙ্ক খোলা রয়েছে বলেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। হাসপাতাল সুপার হিমাদ্রী হালদার বলেন, “সমস্যার কথা পূর্ত বিভাগ ও জনস্বাস্থ্য কারিগরি দফতরে জানানো হয়েছে।”
|
গম পাচারের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
গুদাম থেকে গম পাচার হচ্ছে এই অভিযোগে গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ইলামবাজারের ডিস্ট্রিবিউটার বিষ্ণুচরণ দত্তের গুদাম থেকে ৩০০ বস্তা গম আটা মিলে পাচার করার অভিযোগে লরি চালক খোকন চন্দ্র ও খালাসি রমেশ কিবরিয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ জেলহাজতে রাখার নির্দেশ দেন। আটক ৩০০ বস্তা গম বাজেয়াপ্ত করা হয়েছে। |
|