টুকরো খবর

নিঃশর্ত মুক্তির দাবি ১৯ বন্দির
১৯ কেএলও বন্দিকে নিঃশর্ত মুক্তির দাবি করল কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশন। রবিবার এই নিয়ে আলিপুরদুয়ারে একটি সাংবাদিক সম্মেলন করে ওই সংগঠন। এই দাবি ছাড়া পৃথক রাজ্য, ভাষার স্বীকৃতি ইত্যাদি ১৪ দফা পূরণেও তারা আন্দোলনে নামবেন বলে হুমকিও দিয়েছেন। তাঁদের দাবির বিষয়গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে বলে সংগঠন থেকে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি পুলস্ত বর্মন জানান, ২০০৩ সালে কামতাপুরি অপারেশনে যে কেএলও জঙ্গিরা গ্রেফতার হন তারা একসময় আকসু করতেন। এক বছর আগে তারা প্রাক্তন কেএলও’দের নিয়ে ‘কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশন’ নামে একটি নতুন সংগঠন করে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে মিটিং-মিছিল করলেও আগের বামফ্রন্ট সরকারের মদতে পুলিশ তাদের মিটিং-মিছিলে হামলা চালাত। পুলিশ তাদের ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসাত। তিনি বলেন, “জেল থেকে সাজা ছাড়া পাওয়ার পর আগের রাজ্য সরকার তাদের সেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও পালন করা হয়নি। এখনও ১৯ জন কেএলও বিনা বিচারে জেলে কাটাচ্ছেন। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।”

পরিষদ ছেড়ে তৃণমূলে যোগ
আদিবাসী বিকাশ পরিষদের মাদারিহাট ব্লকের সভাপতি জয়রাম লাকড়া অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার সন্ধ্যায় ধূপগুড়িতে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্মেলনে পরিষদের বেশ কয়েজন নেতা তৃণমূলে যোগ দেন। জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যানী বলেন, “মুখ্যমন্ত্রীর নানা উন্নয়নমূলক কাজের কর্মসূচি দেখে বিকাশ পরিষদের নেতারা আমাদের দলে যোগ দিয়েছেন।” জয়রাম লাকড়ার পাশাপাশি আদিবাসী বিকাশ পরিষদের বীরপাড়া ও বানারহাট এলাকার বেশ কয়েকজন স্থানীয় নেতা ওই দিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। জয়রামবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ধারা ও ডুয়ার্সের মানুষের উন্নয়নের জন্য তিনি যা ভাবছেন তা দেখে আমি অভিভুত। সে কারণে আমি তৃণমূলে যোগ দিয়েছি। তবে আদিবাসী বিকাশ পরিষদ ছাড়িনি। পরিষদ কোনও রাজনৈতিক দল নয়। তৃণমূলে গেলেও তাতে থাকা যাবে।” আদিবাসী বিকাশ পরিষদের তরাই-ডুয়ার্স সমন্বয় কমিটির সভাপতি জন বার্লা বলেন, “যারা তৃণমূলে গিয়েছেন তারা আসলে আমাদের সংগঠনে সক্রিয় ভাবে কাজ করতেন না। তবে সংগঠন ছেড়ে কেউ চলে গেলে তাদের রাখা হবে না। রবিবার আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

সরব বনকর্মীরা
দীর্ঘদিন এক পদে থাকা জলপাইগুড়ি বনবিভাগের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের বদলি দাবিতে সরব হল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন। রবিবার চালসায় বনবিভাগের রেঞ্জ অফিসের সামনে বৈঠকে বসেন নেতৃত্বরা। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমল সিংহ, সংগঠনের যুগ্ম সম্পাদক উদিত শ্রীবাস্তব সহ অন্যান্য নেতৃত্ব। সকালে গয়েরকাটাতেও সংগঠনের সদস্যরা বৈঠকে বসেন। চালসা এবং গয়েরকাটা মিলিয়ে ৫০ জন বনকর্মী তাদের সংগঠনে যোগ দিয়েছেন বলে উদিতবাবু দাবি করেন। তিনি বলেন, “জলপাইগুড়ি বনবিভাগের উচ্চপদস্থ কয়েকজন আধিকারিক ৬-৭ বছর ধরে একই এলাকাতে কাজ করে যাচ্ছেন। বাম সরকারের সুনজরের জন্যই এদের বদলি করা হত না।”

ট্রেন থেকে উদ্ধার দেড় বছরের শিশু
ঝাঁঝা এক্সপ্রেস থেকে দেড় বছরের শিশুকে উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জোড়াই স্টেশনে ঘটনাটি ঘটে। শিশুটির শরীর খারাপ হওয়ায় রাতেই তাকে রামপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। ধৃত পাচারকারীকে আলিপুরদুয়ার থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হোম থেকে উধাও ২ বালক
সরকারি হোম থেকে দুই বালক নিখোঁজ হওয়ায় হইচই পড়েছে। শনিবার সমাজকল্যাণ দফতর পরিচালিত বালুরঘাটের শুভায়ন হোমে ঘটনাটি ঘটে। রাতে বালুরঘাট থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন হোম কর্তৃপক্ষ। পুলিশ জানায়, নিখোঁজ বালকদের নাম মহম্মদ ইমরাদুল বিশ্বাস এবং নুর মহম্মদ। তাদের বয়স ৯/১০ বছর। হোম থেকে তারা পালিয়েছে। কাঁটাতারে ঘেরা হোমের উঁচু দেওয়াল এবং কড়া পাহারার মধ্যে কী ভাবে তারা পালিয়ে গেলেন তা নিয়ে ধন্দ্বে পড়েছে পুলিশ। এর আগে একাধিকবার হোম থেকে আবাসিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। হোম সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে একই ভাবে হোম থেকে নিখোঁজ হয়েছেন দুই আবাসিক বালক। তাদের নাম দীনেশ ভড় এবং লক সিংহ। চলতি মাসের প্রথম সপ্তাহে নিখোঁজ হয়েছিল ১০ বছরের মহম্মদ কাশেম। এক বছরে অন্তত ৩০ জন বালক নিখোঁজ হলেও তাদের কাউকে উদ্ধার করা যায়নি। নারী, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “বারবার কেন এমন ঘটনা ঘটছে তা গুরুত্ব দিয়ে দেখছি। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” হোমের সুপার শান্তনু চৌধুরী বলেন, “বিকেলে টিফিন দেওয়ার সময় থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি।”

আশ্বাস পেয়ে অনশন উঠল
ছিটমহল বিনিময়ের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের ব্যাপারে পুলিশি সহযোগিতার আশ্বাস পেয়ে অনশন তুলে নিল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। শনিবার রাত থেকে দিনহাটার নাজিরহাট লাগোয়া মশালডাঙা ছিটমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেওয়া, সাজার মেয়াদ ফুরনো জেল বন্দি ছিটমহলের ৫ বাসিন্দার মুক্তি সহ-তিন দফা দাবিতে অনশনে বসেন কমিটির ১৬ জন সদস্য। তাঁদের মধ্যে ৭ মহিলাও ছিলেন। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “ছিটমহল বিনিময়ের সিদ্ধান্ত কার্যকর করতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা জরুরি। সেজন্যই আমরা তার সাক্ষাৎ করতে আগ্রহী। এ জন্য জেলা প্রশাসনকেও জানিয়েছিলাম। কাজ না হওয়ায় অনশুন শুরু করে ১৪ ঘন্টার মধ্যে পুলিশি আশ্বাস পেয়েছি। তারপরই রবিবার দুপুরে অনশন প্রত্যাহার করে নেওয়া হয়।”

দুর্ঘটনায় মৃত্যু
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের আরোহীর এক ব্যক্তির মৃত্যু হল । রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কৃষ্ণমুড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত রণজিৎ ঘোষ (৪৫)-এর বাড়ি করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকায়। দুটি গাড়ির ৭ জন জখম হন।

অস্ত্র উদ্ধার
পুকুর পাড়ে মাটি খুঁড়ে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার আগডিমটি খুনতি এলাকার মৌলানীতে। একটি নাইনএমএম পিস্তল এবং ৪টি পাইপগান দু’টি বড় প্লাস্টিকের ব্যাগে ভরে মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল।

মৃতদেহ উদ্ধার
শনিবার রাতে রায়গঞ্জের নিউ মিলনপাড়া এলাকায় কুলিক নদী থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বাবুলাল পাশোয়ান (৬৫)। বাড়ি এলাকাতেই।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.