|
|
|
|
রেল-পরিষেবা বাড়ানোর দাবি |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলায় রেলের পরিষেবা উন্নয়নের দাবি জানাল কংগ্রেস এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। শুক্রবার দুপুরে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল কলকাতায় গিয়ে রেল প্রতিমন্ত্রী মুকুল রায়ের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। প্রতিনিধিদের মধ্যে ছিলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের উন্নয়ন ও পরিকল্পনা দফতরের প্রতিমন্ত্রী প্রমথনাথ রায়, জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক পবিত্র চন্দ ও সন্দীপ বিশ্বাস। মোহিতবাবুর অনুরোধে সামিল হন ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্য এবং জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন প্রতিনিধিরা। দাবিগুলির মধ্যে আছে, কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে একটি অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং দুটি স্লিপার কোচ জুড়ে দেওয়ার বিষয়টি। এই ট্রেনের সময় দু’ঘণ্টা পিছিয়ে রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবি জানানো হয়েছে রেল বাজেটে। প্রস্তাবিত রায়গঞ্জ, ডালখোলা, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ এবং গাজোল-ইটাহার রেলপথের কাজ শুরু করার দাবি রয়েছে। রয়েছে দিনের বেলায় রাধিকাপুর থেকে কলকাতাগামী একটি ট্রেন চালু-সহ বিভিন্ন প্রস্তাব। মোহিতবাবু বলেন, “রেলের পরিষেবা উন্নয়নের দাবিতে মুকুলবাবুর কাছে স্মারকলিপি জমা দিয়েছি। তিনি গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনেছেন। রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।” কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ৬ জুলাই রায়গঞ্জ পুর নির্বাচনে জোট প্রার্থীর হয়ে প্রচারে আসছেন মুকুলবাবু। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি এবং পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু জানান, রেল পরিষেবার দিক থেকে উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়েছে। মুকুলবাবুর কাছে তাই তাঁরা রেল পরিষেবা বাড়ানোর আর্জি জানিয়েছেন। ব্যবসায়ীদের তরফে জানানো হয় রায়গঞ্জে রেক পয়েন্ট চালুর বিষয়টি। রাধিকাপুর থেকে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনকে পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। বস্তুত রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে প্রায় পাঁচ বছর আগে রাধিকাপুর বারসই রুটে ব্রজ গেজ লাইন চালু হয়। সীমাঞ্চল এক্সপ্রেস চালু হলেও কয়েক দিন পর ওই ট্রেনের পরিবর্তে দিল্লিগামী গরিব নওয়াজ এক্সপ্রেস সপ্তাহিক ভাবে চালু করা হয়। প্রতিদিন রাধিকাপুর-কাটিহার রুটে ৩ জোড়া প্যাসেঞ্জার, রাধিকাপুর-কলকাতাগামী প্যাসেঞ্জার ট্রেন চলে। কলকাতাগামী ট্রেনটি রায়গঞ্জ থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা এবং কলকাতা থেকে রাত সাড়ে ৭ টা নাগাদ ছাড়ে। ট্রেন যাতায়াতের সময় পিছিয়ে কোচ বাড়ানোর দাবি তুলে আসছেন ব্যবসায়ী বাসিন্দারা। |
|
|
|
|
|