বাসস্ট্যান্ডে জন্ম সন্তানের |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পরিকাঠামো নেই। তাই প্রসূতিকে বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বেলডাঙা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালে পৌঁছতে পারেননি মুর্শিদা বিবি। রবিবার সকালে বহরমপুর বাস টার্মিনাসের কাছেই সন্তানের জন্ম দেন তিনি। মুর্শিদা বিবিকে এবং তাঁর কন্যাসন্তানকে বহরমপুর মাতৃসদনে ভর্তি করানা হয়েছে। তাঁরা এখন সুস্থ। |
|
রাস্তাতেই প্রসব। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি। |
পরিবার সদস্যেরা জানান, রবিবার সকাল ৮টা নাগাদ পেটে যন্ত্রণা শুরু হয় রেজিনগরের আন্দুলবেড়িয়ার বাসিন্দা মুর্শিদার। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে। মুশির্দার দাদা আনোয়ার শেখ বলেন, “চিকিৎসকেরা জানান বোনের অবস্থা ভাল নয়। তাঁকে বহরমপুর মাতৃসদনে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।” বেলডাঙা ১-এর বিএমওএইচ ও গ্রামীণ হাসপাতালের সুপার সুখেন বিশ্বাস বলেন, “এমন জটিল ব্যাপারে অনেক সময় চিকিৎসকেরা বুঝতে পারেন না। হাসপাতালের সেই পরিকাঠামোও নেই। তাই তাকে পাঠাতে হয়েছে।” এ দিকে, আর্থিক অবস্থা ভাল নয় মুর্শিদা বিবির পরিবারের। আনোয়ারের কথায়, “অ্যাম্বুল্যান্স ভাড়া করার মতো টাকা আমাদের কাছে ছিল না। তাই বোনকে রিকশায় বেলডাঙা বাসস্ট্যান্ড। পরে বাসে বহরমপুরে নিয়ে যাই।” আর এতটা সময় যন্ত্রণায় ছটফট করেছেন মুর্শিদা। বাস থেকে নামিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পাননি। বাসস্ট্যান্ডেই সন্তান প্রসব করেন ওই প্রসূতি। পরে তাঁকে মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। |
|