অজস্র নতুন ও পুরানো স্মৃতিকে সঙ্গী করে পথ চলা শুরু হল শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রাক্তনী সংগঠনের। রবিবার বিকালে স্কুল চত্বরেই প্রাক্তন ছাত্রদের একাংশ একজোট হয়ে তৈরি করলেন সংগঠনটি। দেড় ঘন্টার আলোচনার অনেকেই দীর্ঘদিন পরে স্কুলে ফিরে নস্টালজিয়ায় হারিয়ে গেলেন। উঠে আসল পুরানো স্কুলের শিক্ষকদের কথা, পরিকাঠামোর কথা। এমনকি বাদ গেল না সেকালের স্কুলের বাইরের সিঙারার দোকানের গল্প। স্কুলের স্মৃতিচারণায় ডুবলেন ২০ থেকে ৮০ সকলেই। তৈরি হল নবীন ও প্রবীণদের নিয়ে অস্থায়ী কমিটি। শিক্ষক, চিকিৎসক, ম্যানেজমেন্ট সংস্থার কর্মী সকলেই সেখানে রাখা হয়েছে। স্কুলের মধ্যে সংগঠনের বসার জায়গার পাশাপাশি তহবিল তৈরির বিষয়টি এ দিনের বৈঠকে উঠে আসে। ওয়েবসাইট, ফেসবুক, ফোন যোগাযোগের মাধ্যমে প্রাক্তনীদের একজোট করে সংগঠন জোরদার করায় সবাই জোর দেন।
|
চা শ্রমিকদের মজুরি ৫-১০ টাকা বৃদ্ধি মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন। রবিবার জলপাইগুড়িতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি দোলা সেন জানান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান রাজ্য সরকার উদ্যোগী হয়েছেন। চা শিল্পের জন্য সরকারের বিশেষ সেল তৈরির উদাহারণ দিয়ে চা শ্রমিকদের মজুরিতেও বিশেষ প্যাকেজের দাবি তুলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। ডুয়ার্সে চা শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক দাবি আদায়ে তারা আন্দোলন চালাবে বলে জানানো হয়। তিনি বলেন, “বিগত বাম সরকারের আমলে চা শিল্পের শ্রমিকদের কপালে দুর্ভোগ জুটেছিল। কিন্তু রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে।”
|
মাদক বিরোধী দিবসে জেলা পুলিশ র্যালি করল শিলিগুড়িতে। রবিবার সকাল ৬টা নাগাদ শহরের এয়ারভিউ মোড় থেকে র্যালি শুরু হয়। ব্যনার, ফেস্টুন নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে র্যালি শেষ হয়। র্যালিতে পুলিশ কর্মীরা ছাড়াও বিভিন্ন বেসকরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেন। |