|
|
|
|
নিম্নচাপের পরে বর্ষার সঙ্গে জোট ঘূর্ণাবর্তের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভিন্ রাজ্যে সরে গিয়েও নিজের ক্ষমতা অটুট রেখে বেশ কয়েক দিন ভুগিয়েছে নিম্নচাপ। তার প্রভাবে প্রবল বর্ষণের ফলে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি থেকে পুরোপুরি রেহাই মেলেনি এখনও। এর মধ্যেই হাজির হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়ে পড়ল। এর আগে নিম্নচাপ ঠিক এই ভাবেই অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে মৌসুমি অক্ষরেখাকে অতি সক্রিয় করে তুলেছিল।
ওই ঘূর্ণাবর্ত বা তার সংস্পর্শে ফের সক্রিয় হয়ে ওঠা মৌসুমি অক্ষরেখা ঠিক কী ঘটাতে পারে?
সক্রিয় মৌসুমি অক্ষরেখা শনিবার বৃষ্টি নামিয়েছে কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায়। রবিবারেও তা মহানগরীর পিছু ছাড়েনি। আজ, সোমবারেও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়ে দিয়েছেন আহববিদেরা। বাদ যাবে না উত্তরবঙ্গও। হাওয়া অফিস জানাচ্ছে, আজ না-হোক, কাল, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বুধবার থেকে ভারী বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে। তার পরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেড়ে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ রবিবার জানান, দক্ষিণবঙ্গে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই বর্ষা ফের কিছুটা শক্তিশালী হয়ে উঠেছে। তাতেই বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “ওই ঘূর্ণাবর্তটি আরও উপরের দিকে উঠে যাবে এবং উত্তরবঙ্গের দিকে সরে যাবে।” হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে ঘূর্ণাবর্তটি আজ, সোমবারেই বর্ধমান হয়ে চলে যাবে বীরভূমের দিকে। তার পরে সেটি মুর্শিদাবাদ এবং মালদহ হয়ে ঢুকে পড়বে উত্তরবঙ্গে। এখন গোটা রাজ্যেই মৌসুমি অক্ষরেখা আছে। তাই ঘূর্ণাবর্তটি যখন যেখানে থাকবে, সেখানে ভাল বৃষ্টি দিয়ে যাবে। |
|
|
|
|
|