|
|
|
|
শিক্ষা-মান নিয়ে আপস নয়, জানালেন শিল্পমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের নতুন সরকার শিক্ষার ক্ষেত্রে গুণমান ও মেধা নিয়ে কোনও রকম আপস করবে না বলে জানিয়ে দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জয়েন্ট এন্ট্রান্সের প্রি-কাউন্সেলিংয়ে গিয়ে তিনি এ কথা ঘোষণা করেন। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়ন মিলিয়ে ৫০ শতাংশ নম্বর থাকলে এ বার থেকে জয়েন্ট এন্ট্রান্সে না-বসেও ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। এতে ইঞ্জিনিয়ারিংয়ের মান বজায় থাকবে কি না, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রীর এ দিনের ঘোষণা তাৎপর্যপূর্ণ।
জয়েন্ট এন্ট্রান্সের মেধা-তালিকার ভিত্তিতে এ বার ছাত্রছাত্রীদের কাউন্সেলিং শুরু হবে ১১ জুলাই। তার আগে কোন ইঞ্জিনিয়ারিং কলেজের পরিকাঠামো কেমন, তা জানানোর জন্যই এই ধরনের ‘প্রি-কাউন্সেলিং’-এর ব্যবস্থা করা হয়। এ দিন মিলন মেলা প্রাঙ্গণে বেসরকারি কলেজের মালিক সংগঠনের ওই প্রি-কাউন্সেলিং অনুষ্ঠানেই পার্থবাবু বলেন, গত বছর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় সাড়ে পাঁচ হাজার আসন খালি পড়ে ছিল। তা সত্ত্বেও রাজ্যে আরও ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলা হয়েছে। সেই সব কলেজের মধ্যে বেশ কয়েকটিরই পরিকাঠামো ভাল নয় বলে তাঁর অভিযোগ। তার পরেই তিনি শিক্ষা ক্ষেত্রে গুণমান নিয়ে আপস না-করার কথা বলেন।
শিল্পমন্ত্রী জানান, রাজ্যের নতুন সরকার তাদের নীতিনির্দেশিকা অনুযায়ী শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দেবে মেধাকে। এই প্রসঙ্গেই তিনি আয়োজকদের জানান, নতুন কলেজ তৈরির সময় একটা নির্দিষ্ট যোগ্যতামান বজায় রাখতেই হবে। নইলে শিক্ষার অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন শিল্পমন্ত্রী। সেই সঙ্গেই পার্থবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না, রাজ্যে অর্থের অভাবে কোনও মেধাবী ছাত্র বা ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাক। শিল্পমন্ত্রীর অনুরোধ, সরকারের পাশাপাশি কলেজ-মালিকেরাও যেন বিষয়টি খেয়াল রাখেন। |
|
|
|
|
|