টুকরো খবর

জল সরবরাহ নিয়ে ক্ষোভ
পানীয় জলের সরবরাহ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, দীর্ঘদিন ধরে দাবি করা সত্ত্বেও জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এ সম্পর্কে উদাসীন। এই দাবিতে শনিবার এলাকার বাসিন্দারা পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কে জয়নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবরোধও করেন। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দা, পিডিএসের ব্লক কমিটির সদস্য রমানাথ ওঝা বলেন, “বর্তমানে শুধু কুসটুকা জলাধার থেকে জয়নগর ও হুটমুড়া গ্রামে পানীয় জল সরবরাহ করা হয়। অথচ চেপড়া, কুসটুকা, সিদপুর, ভাঙড়া ও কড়চা গ্রামে জল সরবরাহের ব্যবস্থাই নেই। অথচ ওই গ্রামগুলি কমবেশি তিন কিলোমিটারের মধ্যে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করেও এলেও তা উপেক্ষিত থেকেছে। পুলিশ আমাদের কাছে ফের লিখিত আবেদন নিয়ে গিয়েছে।” মঙ্গলবার এ ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে বৈঠক হওয়ার কথা বলে তিনি জানিয়েছেন।

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি গোপাল দাস। তৃণমূলের জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলেনে এ কথা জানান গোপালবাবু নিজেই। ১৯৯৮-এ তৃণমূল গড়ে ওঠার সময় গোপালবাবু ওই দলে থাকলেও পরবর্তীকালে তিনি কংগ্রেসে যোগ দেন। এ দিন তিনি বলেন, “বাম-বিরোধী লড়াইয়ে মানুষ তৃণমূলকেই সমর্থন করেছেন। আমি নিজেও বাম-বিরোধী। পিছিয়ে পড়া পুরুলিয়ার উন্নয়নের লক্ষ্যে কাজ করব বলে তৃণমূলে যোগ দিলাম।” শান্তিরামবাবু জানিয়েছেন, গোপালবাবু আসায় সাংগঠনিক ভাবে দল মজবুত হবে। একই সঙ্গে তাঁর বক্তব্য, “শুধু জঙ্গমহলের ব্লকগুলি নয়, পুরুলিয়া রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা। তাই উন্নয়ন কর্মসূচি যাতে এই জেলার প্রতিটি ব্লকের জন্য সমান ভাবে গ্রহণ করা হয়, সে কথা মুখ্যমন্ত্রীকে বলব।”

মন্ত্রীকে সংবর্ধনা
জেলার বাসিন্দা মন্ত্রীকে দু’দিন সংবর্ধনা জানানো হল বিষ্ণুপুরে। শনিবার শহরের যদুভট্ট মঞ্চে বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্যের আবাসনমন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেয় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের বাঁকুড়া জেলা কমিটি। রবিবার রামানন্দ কলেজ বিরাম ভবনে তাঁকে সংবর্ধনার দেওয়ার আয়োজন করে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। দু’দিন মিলিয়ে প্রায় পাঁচ হাজার হাজার শিক্ষক ও সরকারি কর্মী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দেশের উন্নয়ন ও কাজে সরকারি কর্মচারি ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

নির্মাণকর্মীর মৃত্যু
উঁচু ভারা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক নির্মাণকর্মীর। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রঘুনাথপুরের ডিভিসির নির্মীয়মাণ তাপবিদ্যুৎ কেন্দ্রে। পুলিশ জানায়, মৃতের নাম বাবুলাল দাস (২৩)। বাড়ি বিহারের ভাগলপুর জেলার গয়ালগাঁ গ্রামে। আহত অবস্থায় প্রথমে তাঁকে মেজিয়ায়, পরে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Previous Story Purulia Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.