|
|
|
|
নিকাশি নিয়ে সমস্যার জেরে রাস্তা অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সুষ্ঠু জল নিকাশির দাবিতে ঘণ্টা দু’য়েক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ভ্যাবলায় তাঁতিপাড়ায়। অবরোধের জেরে বসিরহাট থেকে ন্যাজাট ও চৈতল যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে নিকাশির প্রতিশ্রতি দিলে অবরোধ ওঠে বেলা ১টা নাগাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিকাশি বেহাল হওয়ার দরুণ প্রতি বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে বসিরহাট পুরসভার ১৮-১৯ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা-টেঁটরা এলাকার বাসিন্দারা। এ বারও একই ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরে জলমগ্ন ভ্যাবলা তাঁতিপাড়া, মোড়লপাড়া, টেঁটরা মিনিঘোষপাড়া-সহ বিস্তীর্ণ এলাকা। বাসিন্দাদের অভিযোগ, এই সব এলাকায় অপরিকল্পিত ভাবে মাগুর মাছের ভেড়ি তৈরি হওয়ার জেরেই নিকাশি বন্ধ হয়ে এই দুর্গতি। বিষয়টি ইতিমধ্যেই তাঁরা বিভিন্ন মহলে জানিয়েছেন। গত শুক্রবার পুলিশের উপস্থিতিতে জল সরাতে পুরকর্মীরা দিনভর কাজ করলেও অনেক নালা বন্ধ থাকায় জল এখনও সরছে না। অভিযোগ, প্রশাসন চলে যেতেই অনেকে আবার নালা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। তার উপর শনিবার প্রচণ্ড বৃষ্টি হওয়ায় পরিস্থিতি ঘোরাল। আগে ঠিক ছিল, রবিবার ফের পুলিশ ও পুরকর্মীদের উপস্থিতিতে নালা পরিষ্কার করার কাজ হবে। সেই মতো এ দিন বাসিন্দারা জড়ো হয়েছিলেন। কিন্তু কাজ শুরু না হওয়ায় তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। পুরসভা সূত্রের খবর, ছুটির কারণে কর্মীরা কাজে মনা পৌঁছনোয় কাজ হয়নি। দু’এক দিনের মধ্যে ফের কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দা পরিমল মজুমদার, সোমনাথ দত্তদের বক্তব্য, এক হাঁটু জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে। অনেকের রান্নাঘর পর্যন্ত জলমগ্ন। নিকাশি পরিষ্কার রেখে সকলে ব্যবসা করলে বাসিন্দাদের এই দুর্গতির মধ্যে পড়তে হত না। |
|
|
|
|
|