|
|
|
|
এডুকেশনাল হাব, পুনর্বাসন দেওয়া হবে জবরদখলকারীদের |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
হাবরার বাণীপুরে প্রস্তাবিত শিক্ষাকেন্দ্র বা এডুকেশনাল হাব তৈরির জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক হল রবিবার। কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে ১২ জন সদস্য এ দিন হাবরা পুরসভায় বৈঠক করেন।
হাবরা পুরসভার চেয়ারম্যান তপতী দত্ত, ভাইস চেয়ারম্যান তপন সেনগুপ্ত (পিলে), অশোকনগরের বিধায়ক ধীমান রায়-সহ বাণীপুরের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে ওই কমিটি গঠন করেছেন উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি তিনি প্রাথমিকভাবে এই প্রকল্পের জমিও দেখে গিয়েছেন। বৈঠকও করেছেন সদস্যদের সঙ্গে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বাণীপুরে উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা জমিতে ওই হাব তৈরি করা হবে। উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, দফতরের জমিতে একই চত্বরে মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেন্টাল কলেজ হাসপাতাল-সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ দিনের বৈঠকে ওই এলাকার মানচিত্র নিয়ে হাজির ছিলেন বিএলআরও এবং এসডিএল অ্যান্ড এলআরও।
কমিটি সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় উচ্চশিক্ষা দফতরের জমিতে নানা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখন মোট জমি আছে ১৫০ বিঘে। তার মধ্যে ১০০ বিঘে জমি পেতে কোনও সমস্যা নেই।
জ্যোতিপ্রিয়বাবু বলেন, “ওই এলাকায় উচ্চশিক্ষা দফতরের জমিতে বেশ কিছু পরিবার জবরদখল করে বসবাস করছেন। তাঁদেরকে উচ্ছেদ নয়, অন্যত্র সরিয়ে দেওয়া হবে। তা হলে পুরো জমিটাই প্রকল্পের জন্য পাওয়া যাবে।” কমিটির তরফে দ্রুত জমি চিহ্নিত করার কাজ শেষ করা হবে। ১৭ জুলাইয়ের মধ্যে উচ্চশিক্ষা মন্ত্রীর কাছে তাঁরা রিপোর্ট জমা দেবেন। এ দিনের বৈঠকে সদস্যরা নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রাথমিক আলোচনায় কয়েকটি বিষয় উঠে এসেছে। যেমন, নিরাপত্তার জন্য একটি পুলিশ আউট পোস্ট তৈরি করতে হবে। এটিএম পরিষেবা যুক্ত ব্যাঙ্ক করতে হবে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য ট্রান্সফর্মার বসানোরও প্রয়োজন বলে কমিটি মনে করছে। মন্ত্রী বলেন, “এ দিনও উচ্চশিক্ষা মন্ত্রী ফোন করে কাজের অগ্রগতি সম্বন্ধে খোঁজ নিয়েছেন। তিনি এ ব্যাপারে খুবই উৎসাহী।” |
|
|
|
|
|