|
|
|
|
বৃদ্ধকে কুপিয়ে খুন |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক বৃদ্ধকে কুপিয়ে খুন করা হল শনিবার রাতে। নদিয়ার গাংনাপুর থানার অনন্তপুর গ্রামের বাসিন্দা যদুনাথ মণ্ডলকে (৭৫) তাদের দলীয় কর্মী বলে দাবি করেছে সিপিএম।
সিপিএমের গাংনাপুর লোকাল কমিটির সম্পাদক পবিত্র সমাদ্দার বলেন, “ওই ব্যক্তি আমাদের দলের কর্মী ছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে টাকার জন্য খুন করেছে।” অভিযোগ অস্বীকার করে রানাঘাট ২ ব্লক তৃণমূলের সভাপতি সমীর পোদ্দার বলেন, “এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” সমীরবাবুর দাবি, “ওই বৃদ্ধ সুদের ব্যবসা করতেন। সেই নিয়েই কোনও গোলমালের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে আমাদের।”
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অখিলকুমার মজুমদারও বলেন, “ওই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে খুনিদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।” পুলিশ সূত্র জানিয়েছে, ওই বৃদ্ধকে কেন খুন করা হয়েছে, সে সম্পর্কে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক ভাবে রাজনীতির সম্পর্ক রয়েছে বলে বোঝা যায়নি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যদুনাথবাবু পেশায় ছিলেন কৃষিজীবী। তাঁর সঙ্গে থাকে তাঁর দৌহিত্র। তবে ঘটনার দিন সে গিয়েছিল এক আত্মীয়ের বাড়িতে। রাত সাড়ে আটটা নাগাদ আচমকা যদুনাথবাবুর বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন তিনি রক্তাপ্লুত অবস্থায় পড়ে রয়েছেন। তবে কোনও দুষ্কৃতীকে দেখা যায়নি।
মাঝেরগ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের রবীন্দ্রনাথ পাল বলেন, “যতদূর খবর পেয়েছি, ঘটনার সময়ে ওই বৃদ্ধ একাই বাড়িতে ছিলেন। সম্ভবত আর্থিক লেনদেন নিয়ে কোনও গোলমালের জেরেই খুন হয়েছেন তিনি।” |
|
|
|
|
|