|
|
|
|
রণগ্রাম সেতু ফের চালু হবে আজ থেকে |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বৃষ্টির জন্য বেশ কিছুদিন কাজ ব্যাহত থাকলেও সোমবার থেকে রণগ্রাম সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। পূর্ত দফতরের কান্দি মহকুমা আধিকারিক শ্যামল দাস বলেন, “সোমবার সকাল থেকে রণগ্রাম সেতু যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে।” পূর্ত দফতরের বহরমপুর-১ বিভাগীয় আধিকারিক অর্জুন মণ্ডল বলেন, “বৃষ্টির জন্য নির্ধারিত দিনের চেয়ে কিছু দিন বেশি সময় লেগেছে সেতু সংস্কারে। তবে শেষ পর্যন্ত বর্ষার মধ্যে কাজ শেষ করা গিয়েছে।” পূর্ত দফতর আগে জানিয়েছিল, ২৪ জুন সেতু সংস্কারের কাজ শেষ হবে।
কান্দি-বহরমপুর রাজ্য সড়কে দ্বারকা নদের উপর কান্দির রণগ্রাম সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। পঞ্চায়েত, প্রশাসন, পূর্ত দফতরে বহু আবেদন-নিবেদনের পর সম্প্রতি সেতু সংস্কারের কাজ শুরু হয়। ফলে বন্ধ হয়ে ছিল কান্দি-বহরমপুর যোগাযোগ। এর মধ্যে শুরু হয় বৃষ্টি। সে জন্য গত কয়েকদিন ধরে বন্ধ সেতু সংস্কারের কাজ। এই অবস্থায় কান্দি-বহরমপুর যাতায়াতও বিঘ্নিত হচ্ছিল। বেশিরভাগ যানবাহন রণগ্রাম পর্যন্ত যাতায়াত করছে। সেতুর অংশটুকু পায়ে হেঁটে পেরোচ্ছেন যাত্রীরা। পুরো রাস্তাটি গাড়িতে যেতে গেলে কান্দি থেকে খড়গ্রাম ব্লক দিয়ে গাঁতলা ঘাট হয়ে বহরমপুরে যেতে হত।
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ইংরেজ আমলের ওই সেতুর সংস্কার না হওয়ায় সেটি দুর্বল হয়ে পড়েছিল। এ দিকে, কান্দি থেকে বহরমপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সেতু সেটি। প্রতিদিন বহু বাস, ট্রাক, লরি, গাড়ি ওই সেতু দিয়ে যাতায়াত করে। শুধু মুর্শিদাবাদই নয়, বর্ধমান এবং বীরভূমের বাসিন্দারাও ওই সেতুর উপর নির্ভরশীল। দুর্বল সেতুটির সংস্কার না হলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বিষয়টি বহুবার পঞ্চায়েত, প্রশাসনে জানিয়ে সেতু সংস্কারের দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বহু আবেদনের পর মাস খানেক আগে পূর্ত দফতরের আধিকারিকেরা এলাকা পরিদর্শনে যান। গত ১৭ জুন থেকে শুরু হয় সংস্কারের কাজ। |
|
|
|
|
|