টুকরো খবর

কান্দিতে খুনে গ্রেফতার ২
কংগ্রেস নেতা জাফর শেখের খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হল। তাদের নাম ইদু শেখ ও ফরিদুল শেখ। শনিবার বর্ধমানের পূর্বস্থলী এলাকার বাঁশবেড়িয়ার একটি ইটভাটা থেকে ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকার রানিপুর গ্রামের বাসিন্দা জাফর শেখকে খুন করা হয়। ওই দিন বিকেলে গ্রামের দু’টি পরিবারের মধ্যে বিবাদ মেটাতে গিয়ে বোমার আঘাতে তিনি মারা যান। কংগ্রেস তখন দাবি করে, জাফর শেখকে রাজনৈতিক কারণেই খুন করেছে সিপিএমের দুষ্কৃতীরা। সিপিএম অবশ্য দাবি করেছিল, ওই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কান্দির মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস নন্দীর কথায়, “ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন করা হয় ওই ব্যক্তিকে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”

যৌনকর্মীদের বাড়িতে তালা
শান্তিপুর কাঁসারিপাড়ায় যৌনকর্মীদের ঘরগুলিতে তালা দিয়ে দিল পুলিশ। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ৩ মে ওই পল্লিতে খুন হন সনিয়া রায় (১৯) নামে এক যৌনকর্মী। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক গোপাল হালদার ও তাঁর স্ত্রী জয়ন্তী হালদারকে গ্রেফতার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাট মহকুমা আদালতের এসিজেএম পুলিশকে নির্দেশ দেন, পল্লিতে বসবাসকারী সমস্ত যৌনকর্মীদের উদ্ধার করে আদালতে হাজির করতে। পাশাপাশি ওই এলাকায় যে সকল বাড়িতে দেহ-ব্যবসা হয়, সেই সব বাড়িতেই তালা দিয়ে দিতে। পুলিশ জানিয়েছে, এর পরই এলাকা ছেড়ে একে একে পালিয়ে যান যৌনকর্মীরা। মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ সিংহ বলেন, “আদালতের নির্দেশ মেনেই ওই পল্লিতে যৌনকর্মীরা যে বাড়িগুলোতে ভাড়া থাকতেন, সেগুলিতে আমরা রবিবার তালা দিয়ে দিয়েছি।”

দু’টি দুর্ঘটনায় মৃত ১, জখম ৭
দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। জখম হয়েছেন সাত জন। আহতদের বহরমপুর নিউ জেনারেল ও বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকালে বহরমপুর থানার বলরামপুরের কাছে লরি উল্টে মৃত্যু হয়েছে চালক অমরনাথ বিশ্বাসের (৩০)। তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুরে। পুলিশ জানিয়েছে, এ দিন একটি ছোট লরিতে পেয়ারা নিয়ে নদিয়া থেকে ফিরছিলেন কয়েক জন। বলরামপুরের কাছে অন্য একটি গাড়িকে পাশ দিতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জখম তিন জন বহরমপুর হাসপাতালে ভর্তি। অন্য দিকে, বেলডাঙার মহেশপুর গ্রামের কাছে গাড়ি এবং মোটরবাইকের সংঘর্ষে জখম হয়েছেন চার জন। এ দিন একটি ছোট গাড়িতে উত্তরবঙ্গের বাগডোগরা থেকে কলকাতা আওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে। আহতেরা বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণীর। নাম সম্মানি বিবি (২০)। রবিবার সকালে তাঁকে রঘুনাথগঞ্জের সন্তোষপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে অসুস্থ অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। ঘণ্টা খানেক পর হাসপাতালে মৃত্যু হয় সম্মানির। খবর পেয়ে হাসপাতালে যান তাঁর বাপের বাড়ির লোক। মা কেশবানু বিবির অভিযোগ, “বিয়ের কয়েক বছর পর থেকে টাকা চেয়ে মেয়ের উপর চাপ দিচ্ছিল ওর শ্বশুরবাড়ির লোক। আমাদের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব ছিল না। সে জন্য প্রায়ই মেয়েকে মারধর করা হত। ওই রাতে খাবারের সঙ্গে কীটনাশক দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছে।” পুলিশ জানিয়েছে, রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামে বাড়ি সম্মানির। বছর চারেক আগে বিয়ে হয় সন্তোষপুরের পিন্টু শেখের সঙ্গে। তাঁদের আট মাসের একটি মেয়েও আছে। এই ঘটনায় সম্মানির স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তেরা পলাতক। তবে ওই তরুণীর ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে সে ব্যাপারে স্পষ্ট নয় পুলিশ।

করিমপুরে ডাকাতি
গভীর রাতে দরজা ভেঙে একটি বাড়িতে ঢুকে সোনার গয়না ও তিনটে মোবাইল নিয়ে পালাল দুষ্কৃতীরা। করিমপুর থানার আনন্দপল্লিতে শনিবার রাতের এই ঘটনায় কাউকে অবশ্য গ্রেফতার করা যায়নি। ওই বাড়িতে ভাড়ায় থাকেন পেশায় গৃহশিক্ষক অরবিন্দ শিকদার। তাঁর স্ত্রী পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি এসেছেন। অরবিন্দবাবু বলেন, “রাত দু’টো নাগাদ তিন দুষ্কৃতী দরজা ভেঙে ঢুকে আমাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়, চিৎকার করলেই মেরে ফেলবে। তারপরে স্ত্রীর সব গয়না নিয়ে পালিয়ে যায়।”

সাংস্কৃতিক অনুষ্ঠান
নদিয়ার রানাঘাটে স্থানীয় মৎস্য কল্যাণ সমিতির পক্ষ থেকে রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক নরেশ চাকী, পার্থসারথি চট্টোপাধ্যায়, সমীর পোদ্দার-সহ বিশিষ্টেরা।

পুরসভার বর্ষপূর্তি
পুরসভার বর্ষপূর্তিতে কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস। হাজির ছিলেন পুরপ্রধান প্রদীপ সূর-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতীদের এবং এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়।

রবীন্দ্রজয়ন্তী
সম্প্রতি ডাক বিভাগের কর্মীদের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হল কল্যাণীতে। নিজেদের অফিসেই ওই অনুষ্ঠানে নাচ, গান, শ্রুতিনাটক, আবৃত্তি পরিবেশন করেন ডাককর্মীরা। ঘরোয়া এই অনুষ্ঠানে ডাক বিভাগের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।

যুবক খুন
গুলি করে খুন করা হল এক যুবককে। তাঁর নাম শক্তি মজুমদার (৪০)। বাড়ি নদিয়ার রানাঘাট থানার আঁইশতলায়। শনিবার রাতে তাঁকে রানাঘাট পুরসভা এলাকায় কৃপাময়ী তলায় একটি নর্দমার মধ্যে তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। কাছেই পড়েছিল তাঁর মোটরবাইকটি। পুলিশ দিয়ে তাঁর দেহ উদ্ধার করে দেখে তাঁকে গুলি করা হয়েছে। সেই সঙ্গে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। সম্প্রতি অবশ্য ওই যুবক মাছের ব্যবসা শুরু করেছিলেন।

স্ত্রীদের সাহায্য
গ্রামীণ বিবাদের জেরে মাস কয়েক আগে মায়াপুরে নিহত হয়েছিলেন মোহন শেখ। রবিবার নবদ্বীপ ব্লক তৃণমূলের তরফে তাঁর দুই স্ত্রীর হাতে পঞ্চাশ হাজার করে টাকা তুলে দেওয়া হল।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.