টুকরো খবর

আগামী বছর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৭৫তম জন্মবর্ষ পূর্তি স্মরণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে কাঁথি শহরের বেশ কিছু সংস্থা। কাঁথির ঋষি বঙ্কিম জাতীয় স্মারক ট্রাস্ট কমিটি, দিঘলপত্র, বন্দেমাতরম স্পোর্টিং ক্লাব, মৈত্রীবলয় প্রভৃতি সংস্থাগুলি মিলিত উদ্যোগে গঠন করেছে ঋষি বঙ্কিম স্মরণ সমিতি ও চর্চাকেন্দ্র। সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, বঙ্কিমচন্দ্রের স্মৃতিধন্য বন্দেমাতরম স্পোর্টিং ক্লাবের মাঠে একটি আবক্ষ মূর্তি স্থাপন ছাড়াও স্থায়ী ভাবে একটি বঙ্কিম চর্চাকেন্দ্র গড়ে তোলা হবে। বছরভর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি মৃগেন মাইতি, যুগ্ম সম্পাদক দীপক রায়, দিলীপ দাস ছাড়াও আহ্বায়ক অমলেন্দু বিকাশ মাইতি উপস্থিত ছিলেন। অন্য দিকে, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানিয়েছেন, ‘কপালকুণ্ডলা’র পটভূমি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুরে ‘কপালকুণ্ডলা’ মন্দির সংরক্ষণের জন্য হেরিটেজ কমিশন ৩৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। সেই টাকায় শীঘ্রই কাজ শুরু হবে।

নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল অবস্থান-বিক্ষোভে বসায় রবিবার বাতিল হয়ে গেল এগরা ১ ব্লকের জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের করণিত পদের জন্য ইন্টারভিউ। তৃণমূলের অভিযোগ, স্কুলের পরিচালন সমিতি অবৈধ হওয়া সত্ত্বেও নিয়োগ করছে। সম্প্রতি অর্থের বিনিময়ে এক জন পিয়নকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। বৃত্তিমূলক শাখায় ন’জনকে নিয়োগের জন্যও বেআইনি ভাবে প্যানেল তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাদের। দুর্নীতি বন্ধ ও ওই প্যানেল বাতিলের দাবিতে এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের সামনে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল। নেতৃত্ব দেন ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা, মৃণাল কর মহাপাত্র, ফিরাজ খানদের মতো নেতারা। পরিচালন সমিতির সম্পাদক নজরুল খান অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিচালন সমিতি বৈধ। প্যানেলও বৈধ ভাবেই করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই আন্দোলন। এতে স্কুলেরই ক্ষতি হচ্ছে।”

আজ, সোমবার কাঁথি শহরে অলিম্পিক দৌড়ের আয়োজন করা হয়েছে। কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা ও কাঁথি পুরসভার উদ্যোগে গঠিত ‘অলিম্পিক ডে রান কমিটি-২০১১’ এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এর উদ্যোক্তা। কমিটির সভাপতি তথা কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী জানান, অলিম্পিকে যোগ দেবেন চূনী গোস্বামী, পৌলমী ঘটক, মসিদুর রহমান, সোমা বিশ্বাসের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। সোমবার সকাল ৯টায় কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী, সাংসদ শুভেন্দু অধিকারী প্রমুখ।

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ২৫টি ট্রলারকে বিনামূল্যে ‘ডিসট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার’ (ডাই) দিল মৎস্য দফতর। শনিবার বিকেলে দিঘা মোহনার এক অনুষ্ঠানে ট্রলার মালিকদের হাতে ওই যন্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা, উপকূল রক্ষী বাহিনীর অধিকর্তা রাজেশ চৌহান, বিধায়ক অখিল গিরি, মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণবকুমার কর, সচিব শ্যামসুন্দর দাস উপস্থিত ছিলেন। সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানান, গভীর সমুদ্রে যাওয়া ট্রলারগুলি বিপদে পড়লে ‘ডাই’য়ের সাহায্যে সহজেই উপকূলরক্ষী বাহিনীর কাছে বিপদসঙ্কেত পাঠাতে পারবে। ১৫ হাজার টাকা মূল্যের যন্ত্রগুলি বিনামূল্যে বিলি করা হয়েছে। আগে আরও ১৮টি যন্ত্র বিলি করা হয়েছিল। আরও ৫০০টি বিলি করার জন্য মৎস্য দফতরের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে।

সুষ্ঠু পরিষেবার লক্ষ্যে কাঁথি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একমাত্র গ্রাহক পরিষেবা কেন্দ্রটিকে ভেঙে তিন ভাগ করা হচ্ছে। কাঁথি বিদ্যুৎ বিভাগের বাস্তুকার কল্যাণ মাইতি জানান, বর্তমানে কাঁথি দফতরের অধীনে প্রায় ৫৮ হাজার গ্রাহক রয়েছেন। বিপুল এই চাপ সামলাতে জুলাই মাস থেকেই মারিশদা এবং পিছাবনিতে আরও দু’টি নতুন পরিষেবা কেন্দ্র খোলা হচ্ছে।

দুর্নীতির অভিযোগ এড়াতে সাধারণ সভা স্থগিত করা হচ্ছে অভিযোগে রবিবার বিকেলে তৃণমূল পরিচালিত এগরার তাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তালা ঝোলালেন দলীয় সমর্থকেরাই। এই সমবায় সমিতির চেয়ারম্যান পদত্যাগ করেছেন সম্প্রতি। আলোচনার জন্য রবিবার সমবায়ে সাধারণ সভা ডাকা হয়েছিল। কিন্তু পরিচালন সমিতিতে ক্ষমতাসীন তৃণমূল গোষ্ঠীর বেশ কিছু সদস্য না আসায় সভা বাতিল করে দেওয়া হয়। প্রতিবাদে বিকেল ৫টা নাগাদ সাধারণ সদস্যরা ক্ষমতাসীন গোষ্ঠীর লোকজনদের একটি ঘরে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাত সাড়ে ৭টা নাগাদ পুলিশ এসে দরজার তালা খোলে।

Previous Story Medinipur Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.