টুকরো খবর
|
বাড়ি ভাঙচুর ডেবরায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগকে ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় ডেবরার ভবানীপুর, ভরতপুরে। সিপিএমের অভিযোগ, দিন দু’য়েক আগে এলাকায় মিছিল করেন কর্মী-সমর্থকরা। তারপরই এ দিন হামলা চালানো হয়। সিপিএমের ডেবরা জোনাল সম্পাদক জাহাঙ্গির করিমের অভিযোগ, “দলের ৭ জন কর্মী-সমর্থকের বাড়িতে হামলা হয়েছে। লোকাল কমিটির সদস্য বলাই মান্না, তপন দাসদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুঠপাট চলে। বাঁকাকুল গ্রামের কনক বিরুরাকে মারধর করা হয়।” খবর পেয়েও পুলিশ আসতে দেরি করে বলে অভিযোগ সিপিএমের। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি অলোক আচার্যের পাল্টা অভিযোগ, “সিপিএমের লোকজনই হামলা করছে। আমাদের ৬ জন কর্মী-সমর্থক প্রহৃত হয়েছেন।” অশান্তি এড়াতে পুলিশ ক্যাম্প হয়েছে এলাকায়। এ দিন গণ্ডগোল হয়েছে নয়াগ্রাম, নাড়াজোল, শালবনিতেও। নয়াগ্রামের বেড়াজাল পঞ্চায়েতের সচিব নির্মল সিংহকে তৃণমূলের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। শালবনির বিষ্ণুুপুরে প্রাথমিক শিক্ষক স্বপন মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই শিক্ষক এবিপিটিএ’র সদস্য। নাড়াজোলের যুগল দোলই নামে এক সিপিএম কর্মী প্রহৃত হয়ে মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন। এ ক্ষেত্রেও অভিযুক্ত তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্ব সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন।
|
বালিচকে মহিলা ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
ডেবরার বালিচকে মহিলা প্রীতি ফুটবল ম্যাচ হল রবিবার। বালিচকের নবারুণ ক্লাবের পঞ্চাশ তম বর্ষপূর্তি উপলক্ষেই এই আয়োজন। কলকাতার ডায়মন্ড স্পোর্টিং ও ব্লু’স্টার ক্লাব এই প্রদর্শনী ম্যাচে যোগ দেয়। দুই ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন রত্না নন্দী ও দুর্গা রায়। ডায়মন্ড স্পোর্টিং ক্লাব এক গোলে জয়ী হয়। বিজয়ী দলকে ‘তাপস দাস স্মৃতি ট্রফি’ দেওয়া হয়। খেলা দেখতে আসা স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
|
যুবকের দেহ মিলল জঙ্গলে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক যুবকের মৃতদেহ উদ্ধার হল ভাদুতলার জঙ্গলে। মৃত অশোক হেলা (৩২)-র বাড়ি খড়্গপুর শহরের বোম্বে সিনেমাহলের কাছে। রবিবার সকালে শালবনি থানা এলাকার ভাদুতলার জঙ্গলে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। তাঁরাই থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহের পাশেই পড়েছিল মোবাইল। মোবাইলের সূত্র ধরেই মৃতের পরিচয় জানতে পারে পুলিশ। কিন্তু ওই যুবক কী ভাবে মারা গিয়েছে, সে বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি। তবে মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের অনুমান, অশোককে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে কেউ বা কারা। পুলিশ সূত্রের খবর, অন্য দিনের মতোই শনিবার সন্ধের পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন অশোক। কিন্তু রাতে আর ফেরেননি। বাড়ির লোক বারবার তাঁকে ফোন করে। তিনি ফোন ধরেননি। এ দিন যখন মৃতদেহের পাশ থেকে অশোকের মোবাইলটি পুলিশ উদ্ধার করে, তখন ‘মিসড কল’ দেখতে পেয়ে পুলিশ তাঁর পরিবাজনের সঙ্গে যোগাযোগ করে। অশোক পেশায় খালাসি ছিলেন। বাস ও লরিতে খালাসির কাজ করতেন। পেশাগত কোনও বিবাদের জেরেই অশোককে মরতে হল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
|
প্রতিবাদে এসইউসি |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এসইউসি। রান্নার গ্যাস, ডিজেল, কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার খড়্গপুর শহরের ইন্দা বাসস্ট্যান্ডের কাছে পথসভা হয়। উদ্যোক্তা এসইউসি’র খড়্গপুর লোকাল কমিটি। সভায় বক্তব্য রাখেন সুরঞ্জন মহাপাত্র, ভি কিটট্ট, মণিশঙ্কর পট্টনায়েক প্রমুখ।
|
মন্ত্রীকে সংবর্ধনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে সংবর্ধনা দিল স্পোটর্স লাভার্স অ্যাসোসিয়েশন। রবিবার মেদিনীপুরে এই অনুষ্ঠানে ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী, যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বসু, তাপস দে। জেলার ক্রীড়া উন্নয়নে মন্ত্রীকে কিছু প্রস্তাবও দেওয়া হয়। আশিসবাবু বলেন, “এই জেলায় বহু ক্রীড়া প্রতিভা রয়েছে। কিন্তু অনেকেই প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে বিকাশের সুযোগ পায়নি। নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক। আশা করি, তারা তা পূরণ করবে।”
|
কংগ্রেসে যোগ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যে পালাবদলের পর দলবদল চলছেই। রবিবার মেদিনীপুর সদর ব্লকের দেলুয়াতে বাম কর্মী-সমর্থকরা কংগ্রেসে যোগ দিলেন। ছিলেন কংগ্রেস নেতা তথা মেদিনীপুরের উপপুরপ্রধান এরশাদ আলি, শম্ভু চট্টোপাধ্যায়। দলে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের হাতে পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। পরে মিছিল হয়। কংগ্রেস নেতা সৌমেন খান বলেন, “সিপিএম-সিপিআই ছেড়ে প্রায় ৩০০ জন কংগ্রেসে এসেছেন।”
|
মাদক বিরোধী দিবস |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার, বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফেরা’র উদ্যোগে র্যালি হল খড়্গপুর শহরে। কমলা কেবিন থেকে শুরু হয়ে রেলশহরের নানা এলাকা পরিক্রমা করে র্যালি। পুলিশ-প্রশাসনের কর্তারা, পুরকর্মী, বিভিন্ন ক্লাব-সংগঠনের প্রতিনিধি ছাড়াও শহরের বিশিষ্টজনেরা সামিল হন। এ দিন থেকে সংস্থার উদ্যোগে নেশামুক্তির এক ১৫ দিন ব্যাপী শিবিরেরও উদ্বোধন হয়েছে। শহরের ২০ জন নেশাগ্রস্ত যুবককে শিবিরে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
|
কৃতী সংবর্ধনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল রবিবার। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এলাকার কিছু শিক্ষক ও বিশিষ্টজনেদের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন। ব্লকের ২০টি স্কুলের ৩০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। বেলদা কলেজের শিক্ষক তুহিন দাস বলেন, “ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।”
|
সোমবার |
স্মরণ: মানস-গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে মানস চৌবের স্মরণে রক্তদান শিবির। খড়্গপুরের টাউন হলে, সকাল ৯টায়।
|
রবিবার |
কৃতী সংবর্ধনা: এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের জন্য ‘মেধা-পুরস্কার’ এবং সংবর্ধনার আয়োজন করেছে বিপ্লবী মেদিনীপুর টাইমস। মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে অনুষ্ঠান শুরু দুপুর দু’টোয়। ১৭২ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হবে এ বার।
|
হয়েছে |
শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের দু’দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল গত শনি ও রবিবার। অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ প্রবোধ পান্ডা। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কল্লোল রায়, বিদ্যালয় পরিদর্শক সুব্রত মাইতি প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানিয়েছেন, দু’দিন ধরে সাঁওতালি লোকনৃত্য, নাটক-সহ নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ ও আচার্য প্রফুল্লচন্দ্রের জন্মের সার্ধশতবর্ষে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভাও। প্রকাশিত হয় বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা ‘খেয়া’। স্কুলের কম্পিউটার কক্ষেরও উদ্বোধন করা
হয় এই উপলক্ষে। |
|