|
|
|
|
ফাইনালে হার, হ্যাটট্রিক হল না সাইনার |
সংবাদসংস্থা • জাকার্তা |
সাইনা নেহওয়ালের ট্রফি জয়ের চেষ্টা ফের ধাক্কা খেল। রবিবার ইন্দোনেশীয় ওপেনের ফাইনালে হেরে গেলেন ভারতীয় ব্যাডমিন্টনের সর্বকালের সেরা মেয়ে। একটুর জন্য সুপার সিরিজ জয়ের হ্যাটট্রিকটাও তাই হাতছাড়া হয়ে গেল গত দু’বারের চ্যাম্পিয়নের। রবিবার ফাইনালে সাইনা হারলেন বিশ্বের তিন নম্বর, চিনের ইয়াহান ওয়াংয়ের কাছে। ২১-১২, ২১-২৩, ১৪-২১ স্কোরে।
এ দিন লড়াই হল ঘন্টাখানেক। প্রথম গেমে একেবারেই একপেশে। নিজের খেলাটাই খেলতে পারছিলেন না চিনা প্রতিদ্বন্দ্বী। পরের পর তাঁর স্ম্যাশ ভুল জায়গায় পড়েছে। লাইন জাজমেন্টেও গণ্ডগোল করেছেন বারবার। যার সুযোগ সুদে-আসলে তুলে নেন সাইনা। প্রথম গেমেই ১২টি ‘আনফোসর্ড এরর’ করাটা এই মানের ব্যাডমিন্টনে, তা-ও ওয়াংয়ের কাছে অপ্রত্যাশিত বললেও কিছুই বলা হয় না। এই সময়টা মনে হয়েছিল, এ ভাবে চললে গোপীচন্দের ছাত্রীর হ্যাটট্রিক করাটা নিছক সময়ের অপেক্ষা। |
|
ছবিতে রানার্স পদক নিয়ে সাইনা। রবিবার জাকার্তায়। -এপি |
কিন্তু বাস্তবে হল ঠিক উল্টো।
দ্বিতীয় গেমেও বেশ কিছু ভুল করলেও মারকাটারি যুদ্ধের পর গেম বের করে ফেললেন ওয়াং। আসলে সাইনা ট্রফি নিশ্চিত করতে বড্ড তাড়াহুড়ো করতে গিয়ে নিজেকে সমস্যায় ফেলেন। তাই ভুল হয় বারবার। গোটা গেমে ১০টির মতো। তবু এক সময় ২০-১৯ স্কোরে সাইনাই এগিয়ে ছিলেন। এখান থেকে ২১-২১ করে মাথা ঠান্ডা রেখে বিশ্বের তিন নম্বর চিনা মেয়ে গেম জিতে নেন। দ্বিতীয় গেম অল্পের জন্য হাত ছাড়া হওয়াতেই সম্ভবত শেষ গেমে ৯-৯ স্কোর থেকে হঠাৎই সাইনা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, পাশাপাশি দারুণ ভাবে স্ম্যাশ আর সার্ভিসে নিজেকে মেলে ধরেন ওয়াং। বাকি সময়ে মাত্র পাঁচটা পয়েন্ট তুলে থেমে যায় হায়দরাবাদি তরুণীর দৌড়।
সব মিলিয়ে এ মরসুমের অর্ধেকটাই খারাপ গেল সাইনা নেহওয়ালের। গত বারের অত ট্রফি জয়ের পরে, এ বার তাঁর ঝুলিতে এখন পর্যন্ত পড়ে থাকল, একটাই ট্রফি। মরসুমের শুরুতে সুইস ওপেন জিতে যেটা পেয়েছিলেন। |
|
|
|
|
|