লি, হেশদের নতুন অভিযান শুরু আজ
প্রথাগত টুর্নামেন্টের প্রথম রবিবার বিরতি দিয়ে উইম্বলডন দ্বিতীয় সপ্তাহে ঢুকছে সোমবার। পুরুষ ও মেয়েদের সিঙ্গলস চতুর্থ রাউন্ডে সব মিলিয়ে ষোলোটা ম্যাচই অল ইংল্যান্ড ক্লাবের কুড়িটা ঘাসের কোর্ট জুড়ে। একঝাঁক সিঙ্গলস ম্যাচের সঙ্গে থাকছে লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতির নিজের-নিজের মিক্সড ডাবলস ম্যাচও।
ডাবলসে লি-হেশ জুটি দ্বিতীয় রাউন্ডে ছিটকে পড়ার পর এখন বিদেশিনীদের নিয়ে মিক্সড ডাবলস খেতাবের দিকেই নজর দুই ভারতীয়ের। গতবারের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন লিয়েন্ডার-কারা ব্ল্যাক এ বার ১৪তম বাছাই। অথচ এই প্রথম জুটি বাঁধলেও বিশ্ব ডাবলস র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকায় মহেশ-এলেনা ভেসনিনা চতুর্থ বাছাই। দুই জুটিরই প্রথম রাউন্ড ‘বাই’ পাওয়ার পর সোমবার দ্বিতীয় রাউন্ড ম্যাচ। পেজ-ব্ল্যাকের প্রতিদ্বন্দী অনামী ডাচ-পোলিস জুটি ওয়াসেন-রোসোলস্কা। মহেশ-ভেসনিনার লড়াই অস্ট্রেলীয় জুটি স্টিফেন হাস-রোডিওনোভার সঙ্গে।
বেকার-কে মনে করাচ্ছেন টমিচ।
এঁরা না হোন, সোমবার এক অস্ট্রেলীয় টিনএজারের দিকে তাকিয়ে টেনিসমহলের অনেকেই। সেন্টার কোর্ট এবং এক আর দু’নম্বর কোর্ট নাদাল, ফেডেরার, ডকোভিচ, অ্যন্ডি মারে, শারাপোভা, ওজনিয়াকি, উইলিয়ামস বোনেরা আলো করে রাখবেন বটে। কিন্তু টেনিস রোম্যান্টিকের চোখ হয়তো থাকবে এক কোণে পড়ে থাকা আঠারো নম্বর কোর্টে। যেখানে বছর আঠারোর বার্নার্ড টমিচ প্রি-কোয়ার্টার ম্যাচ খেলবেন বেলজিয়ামের জেভিয়ার মালিসের বিরুদ্ধে। ম্যাচটার টিআরপি আচমকাই বেড়ে গেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের প্রায় সাড়ে ছ’ফুট দীর্ঘ টেনিস প্রতিভা গতকাল তৃতীয় রাউন্ডে পঞ্চম বাছাই রবিন সোডারলিংকে স্ট্রেট সেটে ছিটকে দেওয়ায়। তিন সেটের মধ্যে প্রথমটা পেশাদার ট্যুরে পোড়খাওয়া সুইডিশ সোডারলিং মাত্র ১৭ মিনিটে ১-৬ চুরমার হওয়ার পর কিছুটা অসুস্থ হয়ে পড়েন। মিনিট কয়েক ঝিমোন। সাইডলাইনের চেয়ারে বসে। প্রথম দুটো ম্যাচেও টমিচের হাতে বধ হন দুই ঝানু প্রতিদ্বন্দ্বী২৯তম বাছাই ডাভিডেঙ্কো এবং তারকা রুশ ডেভিস কাপার ইগর আন্দ্রিভ।
বাবা ক্রোট। মা বসনিয়ান। জন্ম জার্মানিতে। নাগরিক অস্ট্রেলিয়ার। এমন আজব মিশেল টমিচ ১৯৯০-এ মাইকেল চ্যাংয়ের ২১ বছর পর কনিষ্ঠতম প্লেয়ার হিসাবে উইম্বলডন প্রি-কোয়ার্টার ফাইনাল খেলছেন। রড লেভারের দেশের টেনিস প্রতিভা শুকিয়ে যাওয়ার মধ্যে টমিচ যেমন একাকী-ই আলোকরেখা। তেমনই বরিস বেকারের পর আর টিনএজার পুরুষ চ্যাম্পিয়ন উইম্বলডন থেকে বেরোচ্ছে নাএই খেদও বেকারের দেশে জন্মানো টমিচকে দিয়ে মেটানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন টেনিসমহলের কেউ কেউ।
টমিচ নিজেও আশাবাদী। গ্র্যান্ড স্লামে তাঁর সেরা প্রদর্শন এ বছর অস্ট্রেলীয় ওপেনে তৃতীয় রাউন্ডে ওঠা। নাদালের কাছে হেরে যান। উইম্বলডনে এর আগে প্রথম রাউন্ড টপকাননি। কিন্তু গতকাল প্রি-কোয়ার্টারে উঠতেই ১৫৮ নম্বর থেকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিং প্লেয়ার হয়ে যান টমিচ। লেটন হিউইটের ১১ বছর শীর্ষে থাকার জমানা ভেঙে। “পরের রাউন্ডও জিততে পারি। তার পরের রাউন্ডগুলোও। আমাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হবে। আমার সেই বিশ্বাস আর ক্ষমতা আছে,” বলেছেন টমিচ।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.