টুকরো খবর |
|
কোটি টাকা আটকে গাওস্করের
সংবাদসংস্থা • কিংস্টন (জামাইকা) |
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ললিত মোদীর মধ্যে ঝামেলাতেই সুনীল গাওস্করের কোটি টাকা আটকে রয়েছে বলে অভিযোগ। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য হিসাবে গাওস্করের চুক্তি ছিল প্রতি বছরে চার কোটি টাকার। যার একটি টাকাও এখনও পর্যন্ত তিনি পাননি। সম্প্রতি একটি টিভি চ্যানেলে মোদী দাবি করেন, “বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরই গাওস্করকে টাকা না দিয়ে চুক্তি ভেঙেছেন।” এই মন্তব্য পুরোপুরি মানছেন না গাওস্কর। তাঁর বক্তব্য, “ললিত একটু বাড়িয়ে বলছে। প্রথম আইপিএল চলাকালীন আমাকে বলা হয়েছিল কাগজপত্রের কাজ হয়ে গেলেই টাকাটা মিটিয়ে দেওয়া হবে।” সঙ্গে যোগ করছেন, “শরদ পওয়ার বলেছিলেন তিনি পরের প্রেসিডেন্টের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন। নানা ব্যস্ততায় তা আর হয়নি। পওয়ার এবং বোর্ডের উপর আমার পূর্ণ আস্থা আছে। ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলেই মনে করি।”
|
ইংল্যান্ডে আবার হারলেন ঝুলনরা
সংবাদসংস্থা • টনটন |
মেয়েদের চতুর্দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও হেরে গেল ঝুলন গোস্বামীর ভারত। প্রথম ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হারের পর রবিবার ইংল্যান্ডের কাছে ৪৬ রানে হারলেন ঝুলনরা। ফাইনালে চলে গেল ইংল্যান্ড। রবিবার প্রথমে ব্যাট করে ক্লেয়ার টেলরের ৬৬ রানে ভর করে ভারতের সামনে ১৩৪ রানের লক্ষ রাখে ইংল্যান্ড। ড্যানিয়েল ওয়াটের সঙ্গে তৃতীয় উইকেটে ৪২ রানের ঝোড়ো পার্টনারশিপ করেন টেলর। ঝুলন (৩-২০) পরপর কয়েকটা উইকেট না নিলে ইংল্যান্ড আরও বেশি রান তুলে ফেলতে পারত। রান তাড়া করতে নেমে কোনও সময়ই স্বস্তিতে ছিল না ভারত। কুড়ি ওভারের শেষে তাদের স্কোর দাঁড়ায় ৮৮-৮। “আমরা জিততে পারতাম। উইকেট এবং আবহাওয়া--দুটোই ভাল ছিল। গোটা টুর্নামেন্টেই ব্যাটিং আমাদের ডুবিয়েছে। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারছি না,” ম্যাচের শেষে বলেছেন ভারত অধিনায়ক ঝুলন। সঙ্গে যোগ করেছেন, “আমাদের আরও খাটতে হবে।”
|
অনূর্ধ্ব একুশেও ইউরোপ সেরা হল স্পেন
সংবাদসংস্থা • আরহাস (ডেনমার্ক) |
গত বছর ১১ জুলাই বার্সেলোনার ফুটবলার ইনিয়েস্তার গোলে বিশ্বজয়। তার প্রায় এক বছর পর ২৫ জুন আর এক বার্সা মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোলে জয় নিশ্চিত করল স্পেন। এ বার হাতে উঠল অনূর্ধ্ব ২১ ইউরো কাপ। স্পেনের বড়দের দল গত বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন। তার পর বিশ্বকাপ। এ বার স্পেনের ছোটরাও চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিল বিশ্ব ফুটবলে এখনও বেশ কিছু দিন রাজত্ব করবে তারা। শনিবার ফাইনালে সুইতজারল্যান্ডকে তারা ২-০ হারাল। গোল করলেন আন্দের হেরেরা এবং থিয়াগো। বিরতির চার মিনিট আগেই দিদাচ ভিয়ার ক্রসে হেড দিয়ে এগিয়ে দেন হেরেরা। ম্যাচ শেষ হওয়ার ন’মিনিট আগে অসাধারণ ফ্রি-কিকে থিয়াগো জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরাও থিয়াগো। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন দেপোরতিভোর স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজ।
|
কনকাকাফ কাপ জিতল মেক্সিকো
সংবাদসংস্থা • পাসাডেনা |
মেক্সিকো জিতে নিল কনকাকাফ গোল্ড কাপ। ০-২ পিছিয়েও আমেরিকাকে ৪-২ হারিয়ে তারা পর পর দু’বার চ্যাম্পিয়ন হল। আমেরিকার ঘরের মাঠ পাসাডেনার রোজ বোলে দর্শক ছিল ৯৩ হাজারেরও বেশি। আশ্চর্যের এই যে তাদের বেশির ভাগই সমর্থন করছিলেন মেক্সিকোকে। মেক্সিকোর হয়ে দু’টি গোল করলেন ওয়েস্ট হ্যামের পাবলো বারেরা। বাকি দুটি গোল আন্দ্রে গুয়ারদাদো এবং জিওভানি দোস সান্তোসের। ফাইনালে গোল না করলেও টুর্নামেন্টে সাত গোল করে সেরা ফুটবলার হয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মেক্সিকান স্ট্রাইকার জেভিয়ার হার্নান্ডেজ। শুরুটা অসাধারণ করেছিল আমেরিকা। মাইকেল ব্র্যাডলি এবং ল্যান্ডন ডনোভানের গোলে ২-০ এগিয়ে গিয়েছিল ২৫ মিনিটের মধ্যে। কিন্তু মেক্সিকো বিরতির আগেই ২-২ করে দেয়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে চ্যাম্পিয়নও হয়ে যায় তারা।
|
ভারতকে টপকে যেতে পারে শ্রীলঙ্কা
সংবাদসংস্থা • দুবাই |
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ৪-১ জিতলেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি ওয়ান ডে দলের তালিকায় দু’নম্বরে উঠে আসতে পারে শ্রীলঙ্কা। মঙ্গলবার থেকে শুরু সিরিজ জিতলেও অবশ্য ইংল্যান্ড পাঁচ নম্বরেই থেকে যাবে। ভারতের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ভারতীয়দের মধ্যে ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি (৭) এবং ধোনি (৯)। বোলারদের মধ্যে ভারতীয় হিসেবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে রয়েছেন হরভজন সিংহ (১১)।
|
পয়েন্ট পেল ফোর্স ইন্ডিয়া
সংবাদসংস্থা • ভ্যালেন্সিয়া |
ফর্মুলা ওয়ানের ইউরোপিয়ান গ্রাঁ প্রিতে দু’পয়েন্ট নিয়ে শেষ করলেন ফোর্স ইন্ডিয়ার আদ্রিয়ান সুটিল। নবম স্থান পেয়েছেন তিনি। অন্য চালক পল ডি’রেস্টা ১৪ নম্বরে শেষ করে কোনও পয়েন্ট পাননি। রেড বুলের সেবাস্তিয়ান ভেত্তেল জিতেছেন রেসটি। দুই ও তিন নম্বরে ছিলেন ফেরারির ফার্নান্দো আলোন্সো এবং মার্ক ওয়েবার। |
|