এক সিপিএম নেতার ঝুলন্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটে হুগলির জাঙ্গিপাড়ার আঁটপুরে। মৃতের নাম দুর্গাদাস ওরফে চণ্ডী মুখোপাধ্যায় (৫৫)। তাঁর বাড়ি আঁটপুরের তারাজলে। তিনি তারাজল মহালক্ষ্মী কৃষি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। প্রাথমিক ভাবে তদন্তকারী অফিসারদের ধারণা, মানসিক অবসাদের জেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অবশ্য জেলা পুলিশের এক কর্তা বলেন, “মানসিক অবসাদের পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
চিটফান্ড চালানোর অভিযোগে এক ব্যক্তির বাড়ির সামনে বিক্ষোভ দেখাল জনতা। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলির বৌবাজারে। অভিযুক্ত ব্যক্তি বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী-র ঘিরেই বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই মহিলাকে উদ্ধার করে আনেন পুলিশকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই ব্যক্তি অনেকের টাকা আত্মসাৎ করেছেন। পুলিশকর্তারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ থানায় লিখিত কোনও অভিযোগ করেনি।
|
মোটরবাইক চুরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে আরামবাগের খামারবেড়িয়া মাঠ থেকে ফারুক খান এবং কার্তিক দাস নামে ওই দু’জনকে ধরা হয়। প্রথম জনের বাড়ি বাঁকুড়ার কোতুলপুরের সরষেদিঘি গ্রামে। দ্বিতীয় জন আরামবাগের চুনাইট গ্রামের বাসিন্দা। তাদের জেরা করে পুলিশ সামতার একটি গ্যারাজ থেকে দু’টি চোরাই বাইক এবং একটি গাড়ি উদ্ধার করেছে।
|
চণ্ডীতলার কুমিড়মোড়ায় সাড়ে তিন বছরের শিশুকে খুনের ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে কুমিড়মোড়া থেকেই মহম্মদ ইস্রাফিল নামে ওই ব্যক্তিকে ধরা হয়। রবিবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে তাঁকে ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত এসিজেএম তনুশ্রী দত্ত। গত বৃহস্পতিবার কুমিড়মোড়ার রমানাথপুরের একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সরফরাজ মল্লিক নামে ওই শিশুর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, ধৃত যুবকই এই কাণ্ড ঘটিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এক কর্তা বলেন, “ওই ঘটনায় আসল মাথার খোঁজ করা হচ্ছে। আমরা কিছু সূত্র পেয়েছি। তদন্ত চলছে।”
|
এক প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে গোঘাটের বাজুয়া গ্রামের বাসিন্দা মুক্তি সামন্ত (৬৫) নামে ওই প্রৌঢ়াকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে বিষ খান ওই প্রৌঢ়া। |