সংস্কৃতি যেখানে যেমন

মাদক-বিরোধী পদযাত্রা
আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রবিবার সকালে পদযাত্রা হল উত্তরপাড়ায়। উদ্যোক্তা উত্তরপাড়া থানা এবং উত্তরপাড়া-কোতরং পুরসভা। এ দিন সকালে উত্তরপাড়ায় জিটি রোড-সংলগ্ন একটি প্রেক্ষাগৃহের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। রাজা প্যারীমোহন কলেজ মোড়, শিবনারায়ণ রোড, এনএস রোড, আরএস ভার্মা রোড-সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উত্তরপাড়া রেল স্টেশনের কাছে গিয়ে ওই পদযাত্রা শেষ হয়। বিভিন্ন সংগঠনের সদস্য থেকে শুরু করে বিভিন্ন বয়সের বহু সাধারণ মানুষ মাদক বিরোধী ওই পদযাত্রায় সামিল হন। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশ আধিকারিকেরাও ছিলেন। তাঁদের হাতে ছিল ফেস্টুন, প্ল্যাকার্ড। লিফলেটও ছড়ানো হয় উদ্যোক্তাদের তরফে।

কৃতী সম্বর্ধনা
শনিবার সন্ধ্যায় ‘উন্মেষ’ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ওই অনুষ্ঠানে মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের হাতে মানপত্র এবং উপহার তুলে দেওয়া হয়। উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরি হলে অনুষ্ঠান হয়।

বার্ষিক অনুষ্ঠান
উলুবেড়িয়ার কালীবাড়ি রাসমঞ্চে অতুল স্মৃতি সঙ্ঘ নিবেদন করল তাদের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো হয়। নাচ, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি পরিবেশিত হয়। শিশুশিল্পীদের নাচ দর্শকদের মাতিয়ে দেয়। অন্য দিকে, সম্প্রতি বাগনানের বাঁটুলে ‘মুহূর্ত’ সাহিত্য পত্রিকার উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি আবৃত্তি, নাচ-সহ নানা অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।
Previous Story South Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.