|
|
|
|
দলিতকে ধর্ষণ করে পুড়িয়ে খুন উত্তরপ্রদেশে |
সংবাদসংস্থা • লখনউ |
দিন দিন বেড়ে চলা অপরাধ দমন করতে রাজ্য জুড়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে মায়াবতী সরকার। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকালই এক উচ্চ পর্যায়ের বৈঠকও ডেকেছেন মায়াবতী। আর তারই মধ্যে ফের চারটি ধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।
রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজনৈতিক টানা পোড়েনও বেড়েছে। সোমবার লখনউয়ে অপরাধের হার বেড়ে যাওয়ার প্রতিবাদে ‘ন্যায়’ যাত্রার ডাক দিয়েছিল কংগ্রেস। কিন্তু ওই পদযাত্রার অনুমতি দেয়নি মায়াবতী সরকার। কংগ্রেস নেত্রী রীতা বহুগুণা জোশীর দাবি, এই পদক্ষেপ মায়াবতী সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচায়ক।
গাজিয়াবাদের আনোয়ারপুর গ্রামে গত কাল একটি ১০ বছরের দলিত মেয়েকে গণর্ধষণ করে পুড়িয়ে মেরে ফেলা হয়। পুলিশ জানিয়েছে, দলিত সম্প্রদায়ের ওই মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে গত কাল সন্ধ্যায় কয়েক জন লোক বাড়িতে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করলে, তারা মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয়। মেয়েটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দিল্লির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। গত কাল রাতেই এই ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়। মেয়েটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনার পর থেকে গ্রামে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। কয়েক দিন আগেই এটায় এক ৩৫ বছরের মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলা হয়।
গত কাল রাতে আবার বরাবাঁকিতে একটি ১১ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটি গত কাল রাতে বাড়ি ফেরার সময় গ্রামেরই এক যুবক তাঁকে ধর্ষণ করে। শিব কুমার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত কাল রাতে ঝাঁসিতেও একটি নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মেয়েটি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, গত কাল রাতে মত্ত অবস্থায় তিনটি লোক গ্রামের পাশের জঙ্গলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অত্যাচারে সে জ্ঞান হারায়। আজ সকালে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে। এরই মধ্যে শুক্রবার হাতরাসে এক কিশোরীকে তার কাকা ধর্ষণ করে বলে অভিযোগ। এই কিশোরীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কিশোরীর কাকাকে গ্রেফতার করেছে। |
|
|
|
|
|