|
|
|
|
বিক্ষোভের মুখে মন্ত্রী |
পড়ে জখম দুই শ্রমিক |
নিজস্ব সংবাদদাতা |
নির্মীয়মাণ বাড়ি থেকে দুই শ্রমিকের পড়ে যাওয়া নিয়ে রবিবার চাঞ্চল্য সৃষ্টি হয় তিলজলায়। অভিযোগ, বেআইনি ভাবে ওই বাড়ির নির্মাণ কাজ চলছিল। এলাকায় গিয়ে দমকলমন্ত্রী ও এলাকার বিধায়ক জাভেদ খান বিক্ষোভের মুখে পড়েন। মন্ত্রীর অভিযোগ, কয়েক জন দুষ্কৃতী তাঁকে মারধরও করে। তিনি এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার লক্ষীনারায়ণ মিনা বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, তিলজলা থানা এলাকার তপসিয়া রোডের ওই বহুতলের চারতলা থেকে দুপুর একটা নাগাদ মুজিবর ও রাজু নামে দুই শ্রমিক পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁদের প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁদের।
এই ঘটনার পরে সেখানে হাজির হন দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক জাভেদ খান। সেই সময়ে কয়েক জন স্থানীয় দুষ্কৃতীরা তাঁকে মারধর ও গালিগালাজ করে বলে মন্ত্রীর অভিযোগ। তিনি জানান, ওই এলাকায় রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতী ও পুলিশের যোগসাজসে বেশ কিছু বেআইনি নির্মাণ চলছে। এই বাড়িটিও তেমনই একটি বলে দাবি করেছেন তিনি। মন্ত্রী এই বেআইনি নির্মাণ ও তাঁর উপরে হামলা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয়টি পুরসভার নজরে আনবেন বলেও তিনি জানিয়েছেন। |
|
|
|
|
|