টুকরো খবর |
|
অটো উল্টে মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা |
দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন এলাকায় অটোরিকশা চাপা পড়ে এক মহিলার মৃত্যু হল। রবিবারের ওই দুর্ঘটনায় মৃতার নাম সন্ধ্যা পাল (৪৫)। তিনি ওই অটোতেই যাচ্ছিলেন। বেলা ১১টা নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সন্ধ্যাদেবী অটোর নীচে চাপা পড়েন। দমদমের বাসিন্দা ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে মারা যান তিনি।
|
জখম যুবকের মৃত্যু |
রিজেন্ট পার্কের ঘটনায় আহত দুই যুবকের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে রবিবার সকালে। পুলিশ জানায়, মৃত প্রীতম বসুর বাড়ি কল্যাণীতে। ২৩ জুন রিজেন্ট পার্ক থানা এলাকায় প্রীতম ও অরিত্রম মুখোপাধ্যায় নামে দুই যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে দিয়ে যায় ৩ দুষ্কৃতী। এই ঘটনায় জড়িত অভিযোগে রবিবার আরও এক জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, বুলুয়া নামে ওই যুবককে ধরা হয় জয়নগর থেকে। শনিবার ডায়মন্ডহারবার থেকে গ্রেফতার হয় রাজ গাজি, সঞ্জীব হালদার ও রিকি খান। তাদের বিরুদ্ধে আনা খুনের চেষ্টার অভিযোগ এখন খুনের অভিযোগে বদলে গেল বলে জানিয়েছে পুলিশ।
|
লবিতে আগুন |
আগুন লাগল ব্যাঙ্কশাল কোর্টের তিনতলার লবিতে। রবিবার সকাল পৌনে ছ’টা নাগাদ। দমকলের চারটি ইঞ্জিন দু’ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। দমকল সূত্রে খবর, হতাহতের কোনও খবর না থাকলেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর কাগজপত্র ও ফাইল। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।
|
খাল সংস্কার নিয়ে |
পরিবর্ত জায়গা নিয়েও দখলদারেরা খালপাড় ছাড়ছেন না। ফলে মার খাচ্ছে খাল সংস্কার। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সার্ভে পার্ক-সংলগ্ন খালপাড়ে যান কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার, ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক চক্রবর্তী প্রমুখ। সম্প্রতি সেচভবনে সেচমন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে এক বৈঠকে বিভিন্ন খাল দ্রুত সংস্কারের সিদ্ধান্ত হয়। দেবব্রতবাবু বলেন, “শুধু খাল সংস্কারের স্বার্থেই নয়, স্থানীয়েরা দাবি তুলেছেন দখলদার তুলে রাস্তা চওড়া করার।” তারকবাবু বলেন, “২০০০ সালে কেইআইপি ওখানকার বৈধ দখলদারদের সচিত্র তলিকা তৈরি করে প্রায় নিখরচায় পরিবর্ত জায়গা দিয়েছে।”
|
পরিষেবা ব্যাহত |
কলকাতার বিভিন্ন অংশে রবিবার সকাল থেকে ব্যাহত হয় ভোডাফোন মোবাইল সংস্থার পরিষেবা। গ্রাহকদের অভিযোগ, ভোডাফোন বা অন্য সংস্থার নম্বরে যোগাযোগ করা যায়নি। ফোন আসলেও কেটে যাচ্ছিল। সংস্থা জানিয়েছে, প্রযুক্তি আধুনিকীকরণের কাজ চলায় এই বিপত্তি। বিকেলের পরে পরিষেবা স্বাভাবিক হয় বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। |
|