|
|
|
|
এইচএফসিএল |
বেতন মেলেনি, কর্মবিরতি নিরাপত্তা কর্মীদের |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দু’মাস বেতন মেলেনি। প্রতিবাদে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুর সার কারখানার (এইচএফসিএল) বেসরকারি নিরাপত্তা কর্মীরা রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। বাধ্য হয়ে কারখানার আধিকারিকেরাই নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করছেন বলে জানিয়েছেন সংস্থার জেনারেল ম্যানেজার গৌতম বিশ্বাস।
কারখানা সূত্রে জানা যায়, মাস তিনেক আগে একটি ৮০ হাজার টাকা মূল্যের যন্ত্র কারখানা থেকে চুরি হয়ে যায়। কর্তৃপক্ষ চুরির দায় চাপান নিরাপত্তা কর্মীদের উপরে। বর্তমানে ৬৯ জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তাঁদের বেতন থেকে ওই যন্ত্রের দাম কেটে নেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে বেঁকে বসেন নিরাপত্তাকর্মীরা। |
|
নিজস্ব চিত্র। |
প্রতিবাদ জানিয়ে তাঁরা কারখানার আধিকারিকদের দীর্ঘ দিন ভিতরে ঢুকতে দেননি। আধিকারিকেরা কাজ না করতে পারায় বেতনও বন্ধ হয়ে যায় নিরাপত্তা কর্মীদের। এপ্রিল ও মে-র বেতন তাঁরা পাননি। নিরাপত্তাকর্মীদের তরফে পিনাকী বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার থেকে তাই কাজ বন্ধ করে দিয়েছেন তাঁরা।
কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই পরিস্থিতির জন্য নিরাপত্তারক্ষীদের মনোভাবকেই দায়ী করেছেন। এক আধিকারিক বলেন, “ওঁদের চোখের সামনে দিয়ে মূল্যবান যন্ত্র চুরি হয়ে যাচ্ছে। ওঁরা অনড় থাকলে সমস্যা মিটবে না।” এ দিকে, নিরাপত্তারক্ষীরা কাজ বন্ধ করে দেওয়ায় কারখানার ভিতরের যন্ত্রাংশের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কারখানার জিএম গৌতমবাবু জানান, আপাতত আধিকারিকেরাই নজর রাখছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। |
|
|
|
|
|