তৃণমূলে বিক্ষোভের জেরে রবিবার আসানসোলে আয়োজিত একটি রাষ্ট্রায়ত্ব বীমা সংস্থার নিয়োগের পরীক্ষা বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় বীমা সংস্থার তরফে এ দিনের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ দিন তাদের সংস্থায় গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের পরীক্ষা ছিল। প্রায় ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা উৎপল দত্ত অভিযোগ করেন, ওই বীমা সংস্থায় গ্রুপ ‘ডি’ পদে অনেক অস্থায়ী কর্মচারি বহু বছর কাজ করছেন। তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। আবার তাঁদের স্থায়ীকরণের বিষয়েও বীমা সংস্থার তরফে কোনও কথা বলা হচ্ছে না। এই অবস্থায় তাঁরা আসানসোলের একটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতেও বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ। সমাধান হয়নি। শেষে পরীক্ষা গ্রহণের সময় পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষের তরফে পরীক্ষা বাতিল করা হয়।
|
সাত দিন নিখোঁজ থাকার পরে শনিবার বিকেলে গুরতর জখম অবস্থায় এক ব্যক্তিকে কুলটির ২ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার করে পুলিশ। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যালে নিয়ে আসার সময়ে রাস্তাতেই মারা যান তিনি। রবিবার আসানসোল মহকুমা হাসপাতালে দেহটির ময়না- তদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কমল ধীবর (৪০)। তাঁর বাড়ি কুলটি থানার সবনপুরে। তিনি ১৯ জুন মেয়ের বিয়ে পাকা করতে কুলটির ডিসেরগড়ের কাছে হাতিনলে গিয়েছিলেন। সে দিন ফিরে না আসায় গত ২০ জুন কুলটি থানায় তাঁর পরিবারের লোকেরা নিখোঁজ ডায়েরি করেন।
|
স্টেশন সংলগ্ন একটি রেল টানেলের সংস্কার করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের কমিটির সম্পাদক আকাশ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, আসানসোল শহরের সঙ্গে রেলপার এলাকার বাসিন্দাদের যোগাযোগের জন্য এই রেল টানেলটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি দিন প্রায় দু’লক্ষ বাসিন্দা এই পথে যাতায়াত করেন। অথচ এই টানেলটি চলাচলের অযোগ্য। বিশেষ করে বর্ষাকালে এই টানেলে জল জমে গেলে সমস্যায় পড়েন বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই রেল টানেলটির সংস্কার করার অনুরোধ করেছেন তিনি।
|
পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এই অভিযোগে শনিবার কাঁকসা থানায় বিক্ষোভ দেখাল সিপিএম। ছিলেন কাঁকসা জোনাল কমিটির সম্পাদক বীরেশ্বর মণ্ডল, পারশ তেওয়ারি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অলোক ভট্টাচার্য প্রমুখ। বীরেশ্বরবাবুর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিদবিহার পঞ্চায়েতের প্রধান চন্দ্রনারায়ণ গোপকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তৃণমূলের সন্ত্রাসে এলাকাছাড়া কর্মী-সমর্থকদের হেনস্থা করছে পুলিশ। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করছেন। পুলিশ ও পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। |
তৃণমূলে বিক্ষোভের জেরে রবিবার আসানসোলে আয়োজিত একটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার নিয়োগের পরীক্ষা বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় এ দিনের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ দিন গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের পরীক্ষা ছিল। প্রায় ১৬০ জন পরীক্ষার্থী এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা উৎপল দত্তের অভিযোগ করেন, ওই বীমা সংস্থায় গ্রুপ ‘ডি’ পদে অনেক অস্থায়ী কর্মচারী বহু বছর কাজ করছেন। তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। আবার তাঁদের স্থায়ীকরণের বিষয়েও বীমা সংস্থার তরফে কোনও কথা বলা হচ্ছে না। এই অবস্থায় তাঁরা পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতেও বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু এতেও সমাধান হয়নি।
|
সাত দিন নিখোঁজ থাকার পরে শনিবার বিকেলে গুরতর জখম অবস্থায় এক ব্যক্তিকে কুলটির ২ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার করে পুলিশ। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যালে নিয়ে আসার সময়ে রাস্তাতেই মারা যান তিনি। রবিবার আসানসোল মহকুমা হাসপাতালে দেহটির ময়না- তদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কমল ধীবর (৪০)। তাঁর বাড়ি কুলটি থানার সবনপুরে। তিনি ১৯ জুন মেয়ের বিয়ে পাকা করতে কুলটির ডিসেরগড়ের কাছে হাতিনলে গিয়েছিলেন। সে দিন ফিরে না আসায় গত ২০ জুন কুলটি থানায় তাঁর পরিবারের লোকেরা নিখোঁজ ডায়েরি করেন। |