|
|
|
|
একজোট হতে আর্জি মমতার |
‘আপনারাই পারেন বাংলাকে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করতে’ |
অরিন্দম সাহা • কোচবিহার |
আর আমরা-ওঁরা নয়। রাজ্যে উন্নয়নের গতি ফেরাতে এ বার সরকারি কর্মচারীদের মধ্যে ‘পারস্পরিক সহযোগিতার’ ভিত্তিতে ‘টিম স্পিরিট’ গড়ে তুলতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিফলেটের মাধ্যমে ওই বিষয়ে নিজের বার্তা পৌছে দিতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে তথ্য ও সংস্কৃতি দফতরে প্রস্তুতিও শুরু হয়েছে। রাজ্য থেকে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত লিফলেট পাঠানো হচ্ছে। গত ২০ জুন কোচবিহারে ১ হাজার লিফলেট পৌছেছে। দু’দিনের মধ্যে ওই লিফলেট জেলা পরিষদ, পূর্ত, সেচ, আবগারি, জেলাশাসক সহ ১০টি দফতরে বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক কল্যাণকান্তি সরকার বলেন, “মুখ্যমন্ত্রীর আর্জি সংবলিত লিফলেট পেয়েছি। সেগুলি জেলার বিভিন্ন দফতরে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।” কী আবেদন রয়েছে লিফলেটে! মুখ্যমন্ত্রীর ছবির তলায় বড় হরফে লেখা---‘পশ্চিমবঙ্গ সরকারের সহকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর আবেদন।’ এর পরেই মুখ্যমন্ত্রীর আবেদন, ‘পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করছি আপনাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে কাজ করার জন্য। পশ্চিমবাংলাকে নতুন করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা বিশেষ ভাবে প্রয়োজন। তাই আমি আপনাদের সকলকে হাসিমুখে পরিষেবা দেওয়ার জন্য আবেদন করছি। পরিকাঠামো মজবুত এবং অধুনিকীকরণের জন্য রাজ্য সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে। আপনাদের একজোট হয়ে এবং নতুন উদ্যোমে কাজকর্মে আরও উন্নয়ন আনতে হবে।’ সরকারি কর্মীদের প্রতি তাঁর ভরসার কথা লিফলেটে খোলাখুলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘আপনারাই পারেন বাংলার গৌরবকে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করতে।’ এর পরেই ‘আমরা ওঁরার’ বিভাজন রেখা ভেঙে আবেদন জানান, ‘আসুন আমরা সবাই মিলে পশ্চিমবাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আদর্শ ‘টিম স্পিরিট’ গড়ে আমাদের লক্ষ্য পূরণে সফল হতে হবে।’ মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত ওই লিফলেট পেয়েছেন কোচবিহার জেলা পরিষদের সিপিএম সভাধিপতি দিলীপ বিশ্বাস। কর্মীদের মধ্যে তা দ্রুত প্রচারের বিষয়ে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকের সঙ্গে তাঁর আলোচনাও হয়েছে। সভাধিপতি বলেন, “লিফলেটগুলি প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের কর্তাদের বলেছি।” লিফলেট হাতে পেয়ে খুশি কো-অর্ডিনেশন কমিটির কোচবিহার জেলা সভাপতি পুলক বিশ্বাস। তিনি বলেন, “সরকারি কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত এমন আবেদন এই প্রথম। মানুষের স্বার্থে সরকারের সব ইতিবাচক কাজে সহযোগিতা করতে আমরা দায়বদ্ধ। লিফলেট হাতে পেয়ে কর্মীদের উৎসাহ বাড়বে।” |
|
|
|
|
|