গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে ঘরবাড়ির। অথচ যথেষ্ট ত্রাণ সামগ্রী মিলছে না বলে অভিযোগ বাসিন্দাদের। ত্রাণের দাবিতে বুধবার দুপুরে খাতড়ার বিডিও’কে স্মারকলিপি দিলেন এলাকার সুপুর, মুসলিমপাড়া, কাঁকরাদাঁড়া, দহলা-সহ ২০টি গ্রামের শ’দুয়েক বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, “এলাকায় বহু ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লক অফিস থেকে একটা ত্রিপল আর শুকনো কিছু খাবার পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয়েছে। আর কোনও সাহায্য হয়নি।” দহলার মণি দুলে, খাতড়ার শেখ নিয়ামতদের ক্ষোভ, “দুর্যোগে আমাদের কাঁচাবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সামান্য একটা ত্রিপল, কয়েক কিলো চাল, চিঁড়ে ছাড়া আমরা কিছুই পাইনি। নতুন করে ঘর তৈরি তরব কী করে?”এ দিন দুপুর ১২টা নাগাদ খাতড়া ব্ালক অফিসের সামনে জড়ো হন বাসিন্দারা। পরে তাঁরা খাতড়ার বিডিও বুদ্ধদেব পানের কাছে স্মারকলিপিও দেন। বুদ্ধদেববাবু বলেন, “যে সব ক্ষতিগ্রস্ত মানুষ আবেদন জানিয়েছিলেন তাঁদেরকে সরকারি নিয়ম মেনে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে তাঁদের নামের তালিকা তৈরির কাজ চলছে।” তিনি জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। খাতড়ার ভারপ্রাপ্ত মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো বলেন, “ক্ষয়ক্ষতির তদন্ত করে দেখার পর ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করছে পঞ্চায়েত। তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হলে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।”
|
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছৌ, ঝুমুর-সহ বিভিন্ন লোকসংস্কৃতির বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি, কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ছৌ, ঝুমুর, নাচনি, নাটুয়া শিল্পীদের সহায়তা প্রদান-সহ একাধিক দাবিতে সম্প্রতি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোকে এক স্মারকলিপি দিল পুরুলিয়ার ‘জাগর’ নামে একটি সাংস্কৃতিক সংস্থা। সংস্থার পক্ষে নির্মল হালদার, কিরীটি মাহাতো’রা জানান, এর সঙ্গেই জেলার বিভিন্ন রাস্তার নাম জেলার কৃতীদের নামে রাখা, জেলা শহরের বাসস্ট্যান্ডের নাম প্রয়াত ছৌ শিল্পী গম্ভীর সিংহ মুড়ার নামে নামকরণ, বাসস্ট্যান্ডে শিল্পীর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, কাশীপুর পঞ্চকোট রাজবাড়িকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা, জেলার দেউলঘাটা, গড় পঞ্চকোট, চেলিয়ামা, বান্দা, কাশীপুর-সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রত্নক্ষেত্রগুলির যথাযথ সংরক্ষণ, অযোধ্যা পাহাড়কে পর্যটন উপযোগী করে গড়ে তোলা-সহ মোট ১০ দফা দাবি মন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। শান্তিরামবাবু জানান, তিনি দাবিগুলি মুখ্যমন্ত্রীকে জানাবেন।
|
ছাত্র সংসদ কার্যালয়ের চাবি হস্তান্তর করা, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়া-সহ ছ’দফা দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল টিএমসিপি। বুধবার এই ঘটনা ঘটে বীরভূমের লাভপুরের খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ে। প্রসঙ্গত, গত বছর বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় ১৪ আসনই দখল করেছিল এসএফআই। নির্বাচনের কয়েক দিন পরে এসএফআইয়ের সাধারণ সম্পাদক-সহ ১০ জন সদস্য টিএমসিপিতে যোগ দেন। কলেজের অধ্যক্ষ নুরসাদ আলি বলেন, “তাদের দাবিগুলি বিবেচনা করা হবে।”
|
দুই জেলায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত হলেন এক জন। মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়া মফস্সল থানার মাগুড়িয়া গ্রামের কাছে পুরুলিয়া-রাঁচি সড়কে দু’টি গাড়ির সংঘর্ষে মারা যান এক ব্যক্তি। মৃতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। রঘুনাথপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন এলাকার বাঘুডি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ১৮ জনকে হাসপাতালে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান ওই ব্যক্তি। অন্য দিকে, বুধবার সকালে ট্রেকারের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হলেন মোটরবাইক আরোহী এক যুবক। এ দিন খাতড়া-রাইপুর সড়কে রানিবাঁধ থানার ঘোড়াধরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জখম যুবকের নাম তুষার মল্লিক। বাড়ি খাতড়ার মল্লিকবাজারে। বছর বত্রিশের তুষারবাবু এ দিন সকালে আকখুটা থেকে ঘোড়াধরার দিকে যাচ্ছিলেন। তাঁকে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
|
জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতির পদের দায়িত্বভার গ্রহণ করলেন নীলকমল মাহাতো। পুঞ্চার রাজনওয়াগড় দেবীপ্রসাদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পদার্থবিদ্যার শিক্ষক নীলকমলবাবু বুধবার পুরুলিয়ার ভারপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মধুপ দে’র কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। মধুপবাবু বলেন, “গত ১৩ জুন পূর্বতন সভাপতি শিবশঙ্কর হালদারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলাম। আজ নব নিযুক্ত সভাপতির হাতে দায়িত্ব তুলে দিলাম।” |