বাজার থেকে বাড়ি ফেরার পথে খুন হলেন বারুইপুরের এক সিপিএম নেতা। বুধবার রাত পৌনে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার রামদারি গ্রামে। পুলিশ জানায়, নরেন গাইন (৬৫) নামে ওই নেতা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশি সূত্রের খবর, নরেনবাবু রাতে স্থানীয় ঘোলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় জনা চারেক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন নরেনবাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই খুনের কথা ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দক্ষিণ ২৪ পরগনা সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল বলেছিল, বদলা নয়, বদল চাই। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের কর্মী-সমর্থকেরা খুন হচ্ছেন। নিগ্রহের শিকার হচ্ছেন। নরেনবাবু সজ্জন ও ভাল মানুষ ছিলেন।” তৃণমূল নেতৃত্ব এই খুন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। স্থানীয় তৃণমূল নেতারা জানান, এই খুন সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। কেউ গ্রেফতারও হয়নি।
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এ দিন ক্যানিং শহরে গোবিন্দ টকিজ সিনেমা হলের সামনে একটি দোকান থেকে ওই যুবক ও তার দুই বান্ধবী ঠান্ডা পানীয় কিনে খায়। সম্ভবত তারা সিনেমা দেখতে এসেছিল। পানীয় খাওয়ার পরেই যুবকটি অসুস্থ বোধ করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে ওই যুবক অসুস্থ হওয়ার তাঁর সঙ্গে থাকা দুই তরুণী পালিয়ে যায়। তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিক বাবে পুলিশের অনুমান শারীরিক অসুস্থতার জেরেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
|
পুলিশ লকআপ থেকে পলাতক এক বন্দিকে ধরে ফেলল ক্যানিংয়ের ঘুটিয়ারি থানার পুলিশ। ধৃতের নাম সুমন সোম। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কলকাতা ও কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর, রিজেন্ট পার্ক অঞ্চলে একাধিক চুরি, ছিনতাই-সহ বিভিন্ন দুষ্কর্মের অভিযোগ রয়েছে। গত ১ জুন সুমন যাদবপুর থানার লকআপ থেকে পালিয়ে যায়। তার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। তাকে ধরতে বিভিন্ন থানাকে সতর্ক করা হয়। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারিশরিফ থানার পুলিশ বুধবার সকালে সুমনকে মাকালতলা থেকে গ্রেফতার করে।
|
কুলপির করঞ্জলিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনায় ওই ব্যাঙ্কের জেনারেটর অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রামতনগরের বাসিন্দা নারায়ণ পানুয়া নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। |