টুকরো খবর

শিশুকন্যাকে আছড়ে খুন, বাবার জেলহাজত
এক বছরের শিশুকন্যাকে রাস্তায় আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে পটাশপুর থানা এলাকার সাতশতমাল গ্রামে। মঙ্গলবার মৃতা তারা খাতুনের মা খয়রুন বিবির অভিযোগের ভিত্তিতে বাবা রবিউল খানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক। বছর তিনেক আগে রবিউলের সঙ্গে বিয়ে হয়েছিল পটাশপুরের কসবা গ্রামের খয়রুনের। পেশায় ফেরিওয়ালা রবিউলের সঙ্গে সোমবার বিবাদ বাধে তাঁর স্ত্রী-র। খয়রুনের অভিযোগ, রবিউল মারধর করায় বিকেলবেলা শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পিছু ধাওয়া করেন রবিউল। সাতশতমাল গ্রামের বটতলার কাছে দু’জনের মধ্যে ফের বচসা শুরু হয়। দু’জনেই তারাকে নিজের কাছে রাখতে চান। অভিযোগ, এক বছরের ওই শিশুকন্যা বাবার কাছে যেতে না চাওয়ায় আক্রোশে রবিউল তাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন।
দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ার
ট্রেকারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এগরা থানা এলাকার বাগচা গ্রামের কাছে এগরা-সোলপাট্টা রাস্তায়। মৃতা বনলতা সাউয়ের (৫৩) বাড়ি স্থানীয় জেড়থান গ্রামে। দুর্ঘটনার পরে উত্তেজিত এলাকাবাসী ট্রেকারটিতে ভাঙচুর চালিয়ে পাশের নয়ানজুলিতে ফেলে দেন। প্রায় তিন ঘণ্টা পথ অবরোধও করেন ক্ষুব্ধ গ্রামবাসী। বনলতাদেবী বাড়ির কাছে একটি মাঠে গরু চরাচ্ছিলেন এ দিন। আচমকা গরুটি ছুটতে শুরু করলে তার পিছন পিছন রাস্তায় এসে পড়েন বনলতাদেবী। রাস্তায় এগরা-গোমুন্ডা রুটের একটি ট্রেকারের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
লালগড়ে কুয়োয় পড়ে মৃত্যু ছাত্রীর
স্কুল যাওয়ার পথে পরিত্যক্ত পাতকুয়োয় পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। মঙ্গলবার সকালে লালগড়ের বেলাটিকরি অঞ্চলের নেড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। নেড়া গ্রামেরই বাসিন্দা ওই কিশোরীর নাম সাহিদা খাতুন (১৩)। স্থানীয় তিলাবনি হাইস্কুলের সপ্তম শ্রেণির এই ছাত্রীটি এ দিন সকালে স্কুল যাওয়ার সময়ে ঘেরাটোপ-হীন ওই কুয়োয় পড়ে যায়। পরিত্যক্ত ওই কুয়োর ভিতর জল না-থাকলেও নোংরা-আবর্জনা ভর্তি ছিল। দমকল এসে পৌঁছনোর আগে স্থানীয় যুবক সালাউদ্দিন খান কোমরে দড়ি বেঁধে কুয়োয় নেমেছিলেন। কিন্তু অপরিসর কুয়ের ভিতর কটু গ্যাসের ঝাঁঝেঁ তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। সালাউদ্দিনকে বিনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়। এলাকাবাসীর বক্তব্য, সময় মতো দমকল এলে হয়তো প্রাণে বেঁচে যেত সাহিদা। ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত মহকুমাশাসক স্বদেশরঞ্জন প্রামাণিক বলেন, “খবর পাওয়া মাত্র দমকল রওনা হয়। বিলম্বের অভিযোগ ঠিক নয়।”
Previous Story Medinipur Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.