ইতিহাসের ম্যাচে জয় ভেনাসের
বৃষ্টির কব্জায় বুধবারের উইম্বলডন। আর সেই সুবাদে ইতিহাসে ঢুকে পড়লেন ভেনাস উইলিয়ামস। ১২৫ বছরের টুর্নামেন্টে তিনিই প্রথম প্লেয়ার, ছাদ ঢাকা সেন্টার কোর্টে খেলে জিতলেন। পাচঁ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন মেয়েদের ট্যুরের বয়স্কতম প্লেয়ার ৪১ বছর বয়সি জাপানি কিমিকো দাতেকে ৬-৭ (৬-৮), ৬-৩, ৮-৬ হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন। বাকি সব খোলা কোর্টে খেলা শুরু হয় চার ঘণ্টা দেরিতে। পুরুষ ডাবলসের ম্যাচগুলো বাতিল করতে হয়। যার ভেতর লি-হেশ এবং বোপান্না-কুরেশি জুটিদের প্রথম রাউন্ড ছিল। পরে খোলা আকাশের নীচে সেন্টার কোর্টে রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ডে অখ্যাত মার্কিন রায়ান সুইটিংকে ৬-৩, ৬-২, ৬-৪ চুরমার করেন।
নতুন ফ্যাশন, চেনা ছন্দ ভেনাসের খেলায়।
সেন্টার কোর্টের নবনির্মিত ছাদ ঢেকে দিলে ঘাসের কোর্ট আরও মন্থর, ভিজে ও পিচ্ছিল ভাব হয়ে পড়বে, আশঙ্কা ডকোভিচের। তার চেয়েও বেশি আলোড়ন ফেলে দেওয়া মন্তব্য অবশ্য জন ম্যাকেনরোর। কিংবদন্তি প্রাক্তন টেনিস প্লেয়ার উইম্বলডন ধারাভাষ্যে বিশ্রামের ফাঁকে হঠাৎ আশির দশকের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল নিয়ে আলোচনা শুরু করে দেন। মার্কিন টেনিস তারকা ক্রিকেট নিয়ে যে এত আগ্রহী, ক্রীড়ামহলের জানা ছিল না। ভিভিয়ান রিচার্ডস প্রসঙ্গে ম্যাকেনরো বলে দেন, “ভিভ রিচার্ডস হল ক্রিকেটের রড লেভার।”
এ দিকে সানিয়া মির্জার বাঁ-হাঁটুর এমআরআই স্ক্যান হয়েছে। বাবা ইমরান মির্জা জানাচ্ছেন, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে সানিয়া এ উইম্বলডনে ডাবলস (সঙ্গী ভেসনিনা) ও মিক্সড ডাবলস (সঙ্গী বোপান্না) খেলবেন কি না। গতকাল সিঙ্গলসের প্রথম সেটে ৩-০ এগিয়ে থাকার সময় সানিয়ার বাঁ-হাঁটুতে মোচড় লাগে। “ফরাসি ওপেনের গোড়ায় ওই জায়গাতেই চোট লেগেছিল। তার পর থেকে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলে চলেছি। ও ভাবেই রোলাঁ গারোয় ডাবলস রানার্সও হয়েছি। পেনকিলার খেয়ে যন্ত্রণা সহ্য করে উইম্বলডনেও খেলতে পারি। কিন্তু চাই না সেটা করতে গিয়ে সামনের ছ’মাস কোর্টের বাইরে থাকি। গত এক বছরে ৩৪ সপ্তাহ খেলেছি। সিঙ্গলস-ডাবলস মিলে কাল খেললাম ১৫১তম ম্যাচ,” বলেছেন সানিয়া।
সিঙ্গলসে ভারতের চ্যালেঞ্জ বলতে শুধু সোমদেব দেববর্মন। এটাই তাঁর প্রথম উইম্বলডন মূলপর্ব। ২০০৯ যুক্তরাষ্ট্র ওপেনের পর গতকাল প্রথম কোনও গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সোমদেব। সোমদেবের সামনে বিশ্বের ১৭তম ইউজনি। এক বারই মুখোমুখি হয়েছেন দু’জনে। গত বছর ডেভিস কাপে রাশিয়া ম্যাচে সোমদেব স্ট্রেট সেটে হারেন।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.