নিগ্রহের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবি তুলে বুধবার দফতরে গেলেন না সালেপুর ১ পঞ্চায়েতের কর্মীরা। প্রধান তারারানি সিংহ-সহ পঞ্চায়েত সদস্যেরাও যাননি। প্রধান বলেন, “তৃণমূলের দৌরাত্ম্যে অফিস করা যাচ্ছে না।” নিরাপত্তার আশ্বাস দেন মহকুমাশাসক অরিন্দম নিয়োগী। মঙ্গলবার এই এলাকায় এক পঞ্চায়েত কর্মী-সহ কয়েক জন নিগৃহীত হন বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
|
মানসিক ভারসাম্যহীন ছেলের মারধরে মৃত্যু মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। বুধবার সকালে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের বোসপাড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম মুনমুন চট্টোপাধ্যায় (৫২)। তাঁর আঠাশ বছরের ছেলে ত্রিজিৎ মানসিক রোগে ভুগছিলেন। এক সময়ের মেধাবী ছাত্রটির চিকিৎসাও চলছিল। এ দিন সকালে ত্রিজিতের বাবা তাপসবাবু বাইরে গিয়েছিলেন। সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরে দেখেন স্ত্রী মেঝেয় পড়ে। ওয়ালশ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, কোনও কারণে উত্তেজিত হয়ে ত্রিজিৎ ঘুষি মারেন মাকে। তাতেই মৃত্যু হয়েছে মুনমুনদেবীর। ত্রিজিৎকে থানায় আনা হয়। কিন্তু ঘটনার কোনও তাপউত্তাপই নেই তাঁর মধ্যে। আগেও বাবা-মাকে তিনি মারধর করেছেন বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ।
|
ষোলো বছর আগে বন্ধ হয়ে গিয়েছে হাওড়ার বাউড়িয়ার একটি সুতোকল। কিন্তু তার শ্রমিকেরা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা পাননি। পাওনা টাকার দাবিতে বুধবার এই সুতোকলের সামনে যুব আইএনটিইউসি-এর নেতৃত্বে শ্রমিকেরা বিক্ষোভ দেখান। বিকেল ৩টে থেকে শুরু হয়ে বিক্ষোভ চলে প্রায় ২ ঘণ্টা। যুব আইএনটিইউ নেতা নাসিরুদ্দিন মণ্ডল বলেন, “প্রাপ্য টাকা না-পেয়ে অনেক শ্রমিক মারাও গিয়েছেন। রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলব।”
|
হাওড়ার জগাছায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতী বুধবার রাতে ধরা পড়েছে। তাদের কাছে ৩টি ওয়ান-শটার, ৩টি চপার, ৪টি মোটরবাইক পাওয়া গিয়েছে। |