আমরা কমিউনিটি হেলথ্ গাইডরা (সিএইচজি) রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে দীর্ঘ ৩২ বছর ধরে কাজ করছি। প্রাথমিক এবং উপ স্বাস্থ্যকেন্দ্রগুলির অধীনে আমরা পালস-পোলিও টিকাকরণ থেকে শুরু করে নানা কাজ করে থাকি। কিন্তু আমরা বেতন পাই মাত্র ৩০০ টাকা করে। তা-ও অনিয়মিত। ভাতা বৃদ্ধি এবং তা যাতে নিয়মিত পাই সে জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।
অষ্টপদ শাসমল।
সিএইচজি, উত্তর হরিশপুর পাঁচারুল দেবীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উদয়নারায়ণপুর, হাওড়া।
|
বালিঘাট স্টেশনের কাছে উড়ালপুলের রেলিংগুলি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভেঙেও গিয়েছে। যে কোনও সময়ে চাঙড় খসে পড়তে পারে। এই উড়ালপুলের উপর দিয়ে বেলুড়গামী যানবাহন চলে। বহু মানুষের যাতায়াত। ফলে দুর্ঘটনা ঘটলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। উড়ালপুলের সংস্কার আশু প্রয়োজন।
শুকুর আলি।
চাকুন্দি, হুগলি। |