অনশনে অনড় আন্না, কড়া হওয়ার ইঙ্গিত দিল কংগ্রেস
ন্না হাজারে ফের অনশনে বসলে কেন্দ্র প্রয়োজনে কড়া অবস্থান নেবে বলে ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতৃত্ব।
এআইসিসি-র সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ আজ হুমকি দিয়েছেন, আন্না হাজারে ফের অনশনে বসলে এ বার তাঁর পরিণতিও বাবা রামদেবের মতোই হতে পারে। জুনের প্রথম সপ্তাহে রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন রামদেব। পুলিশ পাঠিয়ে তাঁকে উৎখাত করা হয়। সরকারের তরফে যে এ বার কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, তা বুঝতে পারছেন আন্না হাজারেও। কিন্তু ১৬ অগস্ট থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসতে তিনি অনড়। আজ সরকারের বিরুদ্ধে তিনি পাল্টা অভিযোগ তুলেছেন, সরকারের তরফে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের অনশন হল দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। তার আগে সরকার মানুষের মনে ভুল ধারণা তৈরি করতে চাইছে।” গতকাল লোকপাল বিল খসড়া কমিটির শেষ বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রীরা অভিযোগ তুলেছেন, আন্নারা লোকপালের নামে সমান্তরাল সরকার খাড়া করতে চাইছেন। আজ সেই অভিযোগ খারিজ করে আন্না যুক্তি দিয়েছেন, “নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টে সরকার নাক গলাতে পারে না। সেগুলোর মতোই লোকপালও সরকারের আওতার বাইরে থাকা উচিত।”
এর আগে আন্নার অনশনের সময় যে ভাবে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছিল, তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল কেন্দ্রীয় সরকার তথা কংগ্রেস নেতৃত্ব। চাপের মুখে আন্নাদের দাবি মেনে লোকপাল বিলের খসড়া তৈরির কমিটি গঠন করতে হয় কেন্দ্রকে। এ বার সেই ভুল করতে চাইছে না কেন্দ্র। আন্না যখন অনশনে বসতে চাইছেন, সে সময় সংসদের বাদল অধিবেশন চলবে। সংসদ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আন্নার অনশনে ভিড় উপচে পড়লে তা সরকারের কাছে মোটেই স্বস্তির বিষয় হবে না। তাই আগেভাগেই কড়া মনোভাবের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি আন্নার অনশন শুরুর আগেই সংসদে লোকপাল বিল পেশ করতে চাইছে কেন্দ্র। যাতে প্রচার করা যায়, লোকপালের দাবি মেনে নেওয়া সত্ত্বেও আন্না অনশনে বসছেন।
ফের অনশনে বসার পিছনে আন্নার যুক্তি, দুর্নীতির মোকাবিলায় শক্তিশালী লোকপাল তৈরির প্রতিশ্রুতি দিলেও সরকার তা রক্ষা করছে না। গোটা আমলাতন্ত্রকেই লোকপালের আওতার বাইরে রাখতে চাইছে সরকার। কিন্তু ‘রাজনৈতিক নেতা ও আমলাদের মধ্যে আঁতাঁত পাকিস্তানের থেকেও বেশি বিপজ্জনক’ বলে যুক্তি দিয়েছেন আন্না। তাঁর বক্তব্য, সেই জন্যই আবার তাঁকে অনশনে বসতে হচ্ছে।
আগের বারের মতোই বিপুল সমর্থন পেতে আজ সাধারণ মানুষের কাছে আবেদনও জানিয়েছেন আন্না। কিন্তু কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, অনশন করে কখনও দেশের আইন তৈরি হয় না। দুর্নীতি মোকাবিলার নামে সমান্তরাল সরকার গড়তে দেওয়াও সম্ভব নয়। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের যুক্তি, “দেশের সাংবিধানিক ব্যবস্থাই সব থেকে বড় এবং তা মানুষের কাছে দায়বদ্ধ। কিন্তু আন্না হাজারের দলের লোকদের দেশের মানুষের কাছে কোনও দায়বদ্ধতা নেই।”
দিগ্বিজয় আন্নার পরিণতি রামদেবের মতোই হবে হুমকি দিলেও, সরকারের মাথাব্যাথা বাড়িয়ে আজ রামদেবের তরফে জানানো হয়েছে, তিনিও আন্নার অনশনে অংশ নেবেন। রামদেবের সহযোগী আচার্য বালকৃষ্ণ জানান, রামদেব আন্নার অনশনে যোগ দেবেন এবং কেউ তাঁকে দিল্লিতে যেতে বাধা দিতে পারবে না।
এর আগে অবশ্য লোকপালের কিছু বিষয় নিয়ে আন্নার সঙ্গে রামদেবের মতপার্থক্য দেখা দিয়েছিল। আন্না জানিয়েছেন, কিছু বিভ্রান্তি রয়েছে। তা কেটে গেলে রামদেব তাঁর সঙ্গে যোগ দিতেই পারেন।
Previous Story Desh Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.