|
|
|
|
ব্যবসায়ীর খুনি ধরতে রওনা হল পুলিশদল |
নিজস্ব সংবাদদাতা |
আট ঘাট বেঁধে পরিকল্পনা করে রাস্তায় কথা কাটাকাটির নাটক ফেঁদে পরিবহণ ব্যবসায়ী সৈয়দ মহম্মদ সালাউদ্দিনকে খুন করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার তারা দাবি করেছে, ওই হত্যাকাণ্ডের কিনারা প্রায় হয়েই গিয়েছে। গোয়েন্দাকর্তাদের বক্তব্য, খুব তাড়াতাড়িই তাঁরা ওই খুনের সঙ্গে জড়িত অপরাধীদের ধরে ফেলতে পারবেন।
তদন্তাকারীরা জানান, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই সালাউদ্দিনকে খুন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্যও এসেছে। তদন্তকারীদের দাবি, ওই খুনের সঙ্গে জড়িত কয়েক জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। তাদের হদিস পেতে গোয়েন্দা পুলিশের একটি দল কলকাতার বাইরে রওনা হয়ে গিয়েছে বুধবার রাতেই।
পুলিশি সূত্রের খবর, কৈখালির পানশালা থেকে রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ বেরিয়েছিলেন সালাউদ্দিন। সেই সময় তাঁর সঙ্গে দু’জন তরুণী ছিলেন। সেই তরুণীদের জিজ্ঞাসাবাদ করে খুন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গোয়েন্দারা জানান, ওই দুই তরুণী পানশালাটির সঙ্গে বেশ কিছু দিন ধরে যুক্ত রয়েছেন। পানশালা থেকে বেরিয়ে তাঁদের নিজের গাড়িতে তুলে প্রথমে সালাউদ্দিন যান আমহার্স্ট স্ট্রিট এলাকায়। সেখানে এক জনকে নামিয়ে দেন তিনি। অন্য তরুণীকে সল্টলেক বা তার পার্শ্ববর্তী কোনও এলাকায় নামাতে যান ওই ব্যবসায়ী। তাঁকে নামানোর পরেই সালাউদ্দিন কয়েক জনের মুখোমুখি হন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তাদের সঙ্গে সালাউদ্দিনের বচসা হয় বলেই তদন্তে জানা গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, সেই বচসার জেরেই সালাউদ্দিন খুন হন। গোয়েন্দাদের অনুমান, পরিকল্পিত ভাবেই বচসার নাটক করা হয়েছিল। |
|
|
|
|
|