টুকরো খবর
|
অপরাধীদের মূল স্রোতে ফেরাতে বিশেষ উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা |
অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত যুবকদের সমাজের মূলস্রোতে ফেরাতে পুলিশ এবং ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ ভাবে উদ্যোগী হচ্ছে কলকাতা পুরসভা। এই প্রয়াসে সহযোগী হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনও। এই উদ্যোগের চূড়ান্ত রূপরেখা ঠিক করতে বুধবার কলকাতা পুলিশ এবং ব্রিটিশ কাউন্সিলের পদস্থ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন পুরকর্তারা। পুরভবনে ওই বৈঠকে ছিলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবাশিস রায় এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর (ইস্ট ইন্ডিয়া) সুজাতা সেন। আগামী ৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির সূচনা হবে শহরের ৪ নম্বর ব্রিজ সংলগ্ন শিবতলা পার্কে। পুরসভার তরফে এই কর্মসূচি রূপায়ণের মূল দায়িত্ব উদ্যান বিভাগের। এ দিন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, “লন্ডনে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত যুবকদের মূলস্রোতে ফেরানোর অভিজ্ঞতা নিয়েই কলকাতা মহানগরীতে পুরসভার সঙ্গে যৌথ ভাবে কাজে নামছে ব্রিটিশ কাউন্সিল।” তিনি জানান, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত যুবকদের জন্য বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন খেলাধুলোর উন্নত মানের প্রশিক্ষণ শিবির চালানোর সিদ্ধান্ত হয়েছে। শিবির চলবে খিদিরপুর নবাব আলি পার্ক, রিপন স্কোয়ার, পার্ক সার্কাস ময়দান, হৃষিকেশ পার্ক এবং শিবতলা পার্কে। ওই যুবকদের প্রশিক্ষণ শিবিরে আনার দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ। প্রশিক্ষক দেওয়ার দায়িত্ব নেবে এআইএফএফ। আপাতত ঠিক হয়েছে, শিবির চলবে তিন বছর। যার ব্যয়ভার বহন করবে ব্রিটিশ কাউন্সিল।
|
৩০ জুন শহরে বিজেপি-র সভায় বক্তৃতা নকভির |
কালো টাকা উদ্ধারের দাবিতে এবং দুর্নীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দিতে আগামী ৩০ জুন কলকাতায় আসছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুখতার আব্বাস নকভি এবং বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। ওওই দিন কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করবে বিজেপি। মিছিল শেষে রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় বক্তৃতা করবেন নকভি এবং মোদী। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বুধবার এ কথা জানান। তিনি আরও জানান, আগামী পরশু, শুক্রবার জরুরি অবস্থার ৩৬ বছর পূর্তির দিনে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে ‘অবস্থান সত্যাগ্রহ’ করবে বিজেপি-র যুব মোর্চা। ওই দিনই বিজেপি-র আইনজীবী সেলের পক্ষ থেকে মহাজাতি সদনের অ্যানেক্স হলে সেমিনারও হবে। বর্তমানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে ভাবে দেশ চালাচ্ছে, তাতে ১৯৭৫ সালের জরুরি অবস্থার ‘কালো দিন’ ফিরে আসতে পারে বলে বিজেপি-র আশঙ্কা। সেমিনারে সে বিষয়েই আলোচনা হবে। আজ, বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস থেকে ৬ জুলাই তাঁর জন্মদিন পর্যন্ত ১৪ দিন বিজেপি ‘স্বাভিমান পক্ষ’ হিসাবে রাজ্য জুড়ে পালন করবে।
|
বিদ্যুৎকর্তা ঘেরাও ৮ ঘণ্টা |
বিধাননগরে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রসাদরঞ্জন রায়কে আট ঘণ্টা ঘেরাও করে রাখলেন ‘অল বেঙ্গল কনজিউমার্স অ্যাসোসিয়েশন’-এর (অ্যাবেকা) সদস্যরা। বুধবার, বিধাননগরের পুরভবনে কমিশনের অফিসে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি ও ইউনিট পিছু দাম প্রত্যাহারের দাবিতে অনশন-বিক্ষোভ কর্মসূচী শুরু করে অ্যাবেকা। বিধাননগরের মহকুমাশাসক মলয় মুখোপাধ্যায় ও বিধাননগরের অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত দাস ঘটনাস্থলে যান। ওই বিদ্যুৎ গ্রাহক সংগঠন পরে বিক্ষোভ প্রত্যাহার করে। সংগঠনের সভাপতি সঞ্জিত বিশ্বাসের দাবি, চেয়ারম্যান পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেওয়া হল। |
|