|
|
|
|
নিকাশি ও সাফাই |
যুবভারতীর ভার বিধাননগর পুরসভাকে |
নিজস্ব সংবাদদাতা |
যুবভারতী ক্রীড়াঙ্গনের নিকাশি, জঞ্জাল সাফাই ও অপসারণের দায়িত্ব পেতে চলেছে বিধাননগর পুরসভা। বুধবার বিধাননগরে পুরকর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
এ দিন বৈঠকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান পারিষদ (জঞ্জাল সাফাই) দেবাশিস জানা যুবভারতীর নিকাশি, জঞ্জাল অপসারণের দায়িত্ব নিতে চেয়ে একটি প্রস্তাব দেন। ক্রীড়ামন্ত্রী সে প্রস্তাবে সম্মত হয়েছেন। তিনি বলেন, “বিধাননগর পুরসভার পক্ষ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমার আধিকারিকদের কাছে তা পাঠিয়েও দিয়েছি। তাঁরা ওই দায়িত্ব পেতে চলেছেন।” |
|
কিন্তু বিধাননগর পুরসভাকে দায়িত্ব কেন? ক্রীড়ামন্ত্রী বলেন, “বেসরকারি সংস্থার চেয়ে এই কাজের জন্য কোনও সরকারি সংস্থাকে চাইছিলাম। বিধাননগর পুরকর্তৃপক্ষ এই প্রস্তাব দেওয়ায় ভালই হল।” ক্রীড়া দফতর সূত্রে খবর, গত দু’দিন বৃষ্টিতে বিধাননগর পুরসভার কর্মীরা যুবভারতী চত্বরে জমা জল অপসারণের কাজ করেছেন। তা দেখে মন্ত্রী সন্তুষ্ট। উপরন্তু এত দিন পুরকর্মীরাই জঞ্জাল অপসারণের কাজ করতেন। তাই তাঁদের প্রস্তাবে সম্মত হয়েছেন মন্ত্রী।
বিধাননগর পুরসভা সূত্রে খবর, ক্রীড়া দফতরের সঙ্গে ২০০৬-এর মৌ অনুসারে মাস প্রতি দশ হাজার টাকার বিনিময়ে জঞ্জাল অপসারণের কাজ করত বিধাননগর পুরসভা। গত পাঁচ বছরে ক্রীড়া দফতর মাত্র ষাট হাজার টাকা পুরসভাকে দিয়েছে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান পারিষদ দেবাশিসবাবু বলেন, “ক্রীড়ামন্ত্রী চেয়েছিলেন স্থানীয় প্রশাসনকে যুবভারতীর কাজে লাগাবেন। তা জানতে পেরে আমরা প্রস্তাব দিয়েছি।” তিনি জানান, যুবভারতী ক্রীড়াঙ্গনে নিকাশি, জঙ্গল সাফ, র্যাম্প থেকে বাথরুম পরিষ্কার করতে বছরে দু’কোটি টাকা ব্যয় হবে। ক্রীড়ামন্ত্রী অবশ্য জানান, অর্থের সমস্যা হবে না। |
|
|
|
|
|