রায়না-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা স্থানীয় একটি স্কুলের পার্শ্বশিক্ষক অনুপ পালকে স্কুল চত্বরেই মারধরের অভিযোগ উঠল। বুধবার বিকেলে মাধবডিহি থানার কামারহাটি গ্রামে ঘটনাটি ঘটে। সিপিএমের রায়না জোনাল কমিটির সম্পাদক শ্যামপ্রসাদ পালের অভিযোগ, “অনুপবাবু অপরাধ উনি সিপিএম করেন। তাই তাঁর উপর আক্রমণ চালিয়েছে তৃণমূলের সমর্থকেরা।” আহত অবস্থায় তাঁকে প্রথমে রায়না স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বর্ধমানের একটি বেসকরারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রায়নার তৃণমূল নেতা নিত্যানন্দ তা বলেন, “মাধবডিহি এলাকায় রাস্তা বা কালভার্ট ইত্যাদি কিছুই হয়নি। অভিযোগ জানাতে গেলে অনুপবাবুকে পঞ্চায়েত সমিতি অফিসে তাঁকে পাওয়া যেত না। এতেই ক্ষুব্ধ হয়ে কিছু লোক তাঁকে স্কুলের চত্বরে ঘেরাও করে। কথা কাটাকাটি হতে প্রহৃত হন তিনি। তবে এতে আমাদের সমথর্র্কেরা জড়িত নন।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। কালনার সিমলন গ্রামের নতুনপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম প্রভাতী সাঁতরা (৫০)। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের মাটির ঘরে শুয়েছিলেন প্রভাতীদেবী। বুধবার সকালে বাড়ির লোকজন দেখেন তাঁর শরীরে স্পন্দন নেই। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সাপের ছোবলে মৃত্যু হয়েছে ওই মহিলার।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রের। নাম দীপক হাজরা (১৬)। বাড়ি মেমারি থানার শেখপুরে। মঙ্গলবার দুপুরে স্থানীয় রসুলপুর হাইস্কুলের ছাত্র দীপক বাস থেকে নামতেই জি টি রোডে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলে কিছু ক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। |