বহরমপুর বাসস্ট্যান্ড লাগোয়া ইন্দিরা সুপার মার্কেটের একটি দোকান ঘর আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। রবিবার সকাল ৮টা নাগাদ সুপার মার্কেটের এ ১৮ নম্বর দোকান ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে বিদ্যুতের তার থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে দমকল দফতরের কর্মীদের অনুমান। দোকান মালিক মদন বসাক বলেন, “ঘটনার সময়ে আমি তখন বাড়িতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি দোকানের সমস্ত সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।” ১৯৮৭ সালে নির্মিত ওই ইন্দিরা সুপার মার্কেটে ১৭২টি দোকান ঘর রয়েছে। |
এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তৃণমূলের প্রধানের ছেলে-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসাননগর পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার বলেন, “বিষয়টি জানার পরেই আমার ছেলে-সহ চার জনকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। যদিও আমার ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত নয়।” তাঁর ছেলে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ওই তরুণী শনিবার কলেজে ভর্তির আগে মেধা তালিকায় নাম উঠেছে কি না তা দেখতে বাবার সঙ্গে আসাননগর তর্কালঙ্কার কলেজে যান। অভিযোগ উঠেছে, তখনই ওই ছাত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয়, তার শ্লীলতাহানিরও চেষ্টা হয়। রবিবার ওই ছাত্রী কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান ওয়াহাব বলেন, “ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে।” ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ নীলেন্দু বিশ্বাস অবশ্য বলেন, “ওই ঘটনার সঙ্গে আমার কলেজের কোনও ছাত্র জড়িত নয়।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “বিষয়টি ক্ষমার অযোগ্য। কলেজ চত্বরে এই ধরণের ঘটনা আমরা কিছুতেই বরদাস্ত করব না। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।” |